বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

ঈদগাঁওতে দুরপাল্লার গাড়ী থামিয়ে নগদ টাকা ও মোবাইল লুট

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ: টেকনাফের ১ যুবক ঢাকায় তাবলীগ জামাতের উদ্দেশ্যে যাওয়ার পথে সন্ত্রাসের জনপদ খ্যাত ঈদগাঁওতে রাতের আঁধারে দুরপাল্লার গাড়ী থামিয়ে ১ যুবককে বেদম প্রহারের ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তবে নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে লোমহর্ষক এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। অভিযোগে জানা যায়- গত ৩ ফেব্র“য়ারী সন্ধ্যার ৭টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার মৃত হাজী ছিদ্দিক আহমদের পুত্র জয়নাল আবেদীন বাবুল (২৩) ৪ মাসের তাবলীগ জামাতের জন্য এক্স-প্রেস গাড়ীতে করে যাত্রা শুরু করে। রাত সাড়ের ৯টার দিকে ঈদগাঁও ষ্টেশনে পৌঁছলে প্রধান সড়কের উপর ২টি মোটর সাইকেলে ৪ ব্যক্তি রাস্তার উপর ব্যারিকেড দিয়ে গাড়ী থামিয়ে ৩ ব্যক্তিকে নামায়। ২ জন টেকনাফ সদরের হওয়ায় তাদের গাড়ীতে তুলে দিয়ে বাবুল কে খুঁজছে বলে রেখে দেয়। গাড়ীর চালক ও সুপার যাত্রীর বিপদ-আপদ বিবেচনা না করে তার মালামাল নিয়ে চলে যায়। এরপর ঐ ৪ ব্যক্তি তাকে পার্শ্ববর্তী র‌্যাব ক্যাম্পে নেওয়ার কথা বলে মারতে মারতে ১টি পাহাড়ে নিয়ে যায়। সেখানে তাকে জবাই করার চেষ্টা করা হলে সে ১ পরিবারের ১ ছেলে বলে পায়ে ধরে প্রাণ ভিক্ষা করে। এরপর তাকে মুমুর্ষ অবস্থায় রক্তাক্ত করে পানির ছড়া রাস্তায় নিয়ে যায়। আহতের মোবাইল থেকে হামলাকারীরা বাবুলকে ঐ এলাকা থেকে উদ্ধার করার জন্য বলে সটকে পড়ে। বাবুলের আত্মীয়-স্বজন খবর পেয়ে কক্সবাজার থেকে গিয়ে রাত ২টার দিকে তাকে মুর্মুষ্য অবস্থায় উদ্ধার করে। এরপর সকাল হলে তাকে চিকিৎসার জন্য পরিবারের নিকট সোপর্দ করা হয়। এখন সে বাড়ীতে চিকিৎসাধীন রয়েছে। আহতের পরিবার অভিযোগ করে জানান- দমদমিয়া এলাকার ১ মেয়ের সাথে প্রেমের সম্পর্ক এবং অন্যত্র বিয়ের সূত্র ধরে স্থানীয় ফুলের ডেইলের মৃত ছৈয়দ আহমদের পুত্র শওকত এ ঘটনা ঘটিয়েছে। তবে শওকতের ভাই বলেন- কথিত মেয়ে আমার ভাইয়ের সাথে বিয়ের পিড়িতে বসায় প্রতিপক্ষ এটি সাজানো নাটক সাজিয়েছে। আমরা এসব ঘটনার সাথে কোনদিনই জড়িত না। আহত বাবুলের পরিবার দাবী করছে কয়েকদিনের মধ্যে তদন্ত করে এ ন্যাক্কারজনক ঘটনা কারা ঘটিয়েছে তার মুখোশ উন্মোচন করা হবে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...