রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২

রাজধানীতে সাংবাদিক দম্পতি খুন, প্রথম জানাজা সম্পন্ন, মিডিয়া হাউজগুলোতে শোকের ছায়া


বার্তা২৪ ডটনেট ঢাকা, ১১ ফেব্রুয়ারি: রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হয়েছেন। শুক্রবার গভীর রাতে তাদের খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে। তারা ৫৮/এ /১ ইন্দিরা রোড পশ্চিম রাজাবাজারের বাসায় ভাড়া থাকতেন। মেহেরুন রুনির ভাই নওশের রোমান জানান, শনিবার সকাল ৭টার দিকে তার ভাগ্নে মেঘ (৬) ঘুম থেকে উঠে বাবা-মায়ের শোবার ঘরে গিয়ে তাদের লাশ দেখতে পায়। এরপর সে টেলিফোন করে বিষয়টি তার নানীকে (রুনির মা) জানায়। রোমান জানান, সাগরের হাত-পা বাঁধা ছিল। তার ও রুনির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পশ্চিম রাজাবাজারের ওই বাসার রান্নাঘরের একটি গ্রিল কাটা দেখা গেছে বলেও জানান রোমান। ওই বাসার গার্ড পলাশ রুদ্র পাল জানান, রাত ২টার দিকে সাগরই সর্বশেষ বাসায় ঢুকেন। তার পরে আর কাউকে বাসা থেকে বেরিয়ে যেতে দেখেননি। এদিকে, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রুদ্র পাল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এছাড়া মেহেরুন রুনির ভাই রোমানকে পুলিশ আটক করেছে। নিহত দম্পতির মোবাইল কল লিস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ নিহত সাংবাদিক দম্পতির খুনের ঘটনায় গভীর শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী জড়িতদের দ্রুত গ্র্রেফতার করার নির্দেশ দিয়েছেন। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ঘটনাস্থল পরিদর্শন শেষে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, গোয়েন্দা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। শিগগির জড়িতদের গ্রেফতার করা যাবে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর তথ্যসচিব আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গোয়েন্দা পুলিশের একটি টিম সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে। তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা করছেন, আজকের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন হবে। বেলা সোয়া ১২টার দিকে তাদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে দুপুর আড়াইটায় তাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। এরপর জানাজা হবে এটিএন বাংলা ও মাছরাঙা টেলিভিশন কার্যালয়ের সামনে। পরে তাদের আজিমপুর গোরস্তানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে, সাংবাদিক দম্পতি খুন হওয়ার ঘটনায় অবস্থান ধর্মঘট পালন করেছেন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় এটিএন বাংলা ও মাছরাঙা টেলিভিশনসহ মিডিয়া হাউজগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। অকালপ্রয়াত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গনে। বিকেল চারটায় অনুষ্ঠিত এই জানাজায় সাংবাদিক এবং রাজনীতিবিদদের ঢল ছিল চোখে পড়ার মতো। জানাজায় অংশ নেন তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, স্থানীয় সরকার সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন নাছিম, বিএনপি নেতা রুহুল কবির রিজভী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা মহানগর আওয়ামী লীগের হাজী সেলিম, সাঈদ খোকনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ডিআরইউ সভাপতি বাদশা এবং সাধারণ সম্পাদক তপু সহ বিভিন্ন গণমাধ্যমের জেষ্ঠ্য সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। জানাজা শেষে মাছরাঙা টেলিভিশন এর বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন নিউজ এর সিনিয়র রিপোর্টান মেহেরুন রুনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, বিএনফইউজে, ক্রাইম অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, স্বেচ্ছাসেবক লীগ, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘‘স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে তদন্ত হয়েছে। আশা করছি অতি দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তি দেয়া হবে।’’ তিনি বলেন, ‘‘সাগর এবং রুনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দুজন সাংবাদিক ছিলেন। তাদের মৃত্যু জাতির জাতির জন্য একটি শূন্যতা তৈরি করলো। এ শূন্যতা পূরণ হওয়ার নয়।’’ তিনি হত্যাকাণ্ডটিকে মর্মান্তিক আখ্যায়িত করে বলেন, ‘‘এই হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। একজন মানুষের শরীরে ২৫ বার ছুরি মারে কিভাবে?’’

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...