শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১২

বোমা হামলা পরিকল্পনা, বাংলাদেশীসহ ৯ জঙ্গীর কারাদণ্ড লন্ডনের আদালতে


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ॥ লন্ডনে মার্কিন দূতাবাস ও স্টক এক্সচেঞ্জসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বোমা হামলা পরিকল্পনার অভিযোগে দুই বাংলাদেশীসহ নয় মুসলিম যুবককে মোট ১২০ বছরের কারাদÊ দিয়েছে ব্রিটেনের একটি আদালত। বৃহস্পতিবার দক্ষিণ লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টের বিচারপতি এ রায় দেন। এদের মধ্যে দুজন আল কায়েদার অনলাইন ম্যাগাজিনে প্রকাশিত পাইপ বোমা তৈরির প্রক্রিয়া নিয়ে আলোচনার সময় নিরাপত্তা বাহিনীর নজরে আসে। ‘ত্রাস ছড়ানো, সম্পদহানি ও অর্থনীতির ক্ষতি’ করার উদ্দেশ্যে আসামিরা লন্ডন স্টক এক্সচেঞ্জের একটি টয়লেটে পাইপ বোমা বসানোর পরিকল্পনা করছিল বলে রায়ে উল্লেখ করেন বিচারক। এ ছাড়া এদের মধ্যে তিনজন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি মাদ্রাসায় জঙ্গী প্রশিক্ষণের জন্য তহবিল সংগ্রহ করছিলেন। “সন্ত্রাসীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা একটি দীর্ঘমেয়াদী মারাত্মক সন্ত্রাসী উদ্যোগ। এর লক্ষ্য ছিল তরুণ ব্রিটিশ মুসলিম নাগরিকদের সেখানে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার জন্য প্রস্তুত করা”, বলেন বিচারক। এছাড়া তারা লন্ডনে মার্কিন দূতাবাস, মেয়রের বাসভবন, গির্জা ও বারে বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলেও আইনজীবীরা জানান। তবে এই নয় জন আল কায়েদা বা অন্য কোন জঙ্গী সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত নয় বলে জানান বিচারক। তারা ইন্টারনেটে প্রকাশিত আল কায়েদার বিভিন্ন প্রকাশনার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে নিজেরা ¯^তন্ত্র একটি সন্ত্রাসী দল পরিচালনা করেছিল বলে আদালতে জানানো হয়। লন্ডন অলিম্পিক শুরু হওয়ার কয়েক মাস আগে এ মামলার রায় দিল আদালত। অলিম্পিক আয়োজনে শুধু নিরাপত্তা ব্যবস্থায় ব্রিটেন ব্যয় করছে ১০০ কোটি পাউন্ড (১৬০ কোটি ডলার)। ২০০৫ সালে ২০১২ সালের অলিম্পিক আয়োজক হিসেবে লন্ডনের নাম ঘোষণার পর পরই শহরটির পাতাল রেল স্টেশনে এক ব্রিটিশ মুসলিম আত্মঘাতীর বোমা হামলায় ৫২ জন নিহত হয়।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...