শনিবার, ৩ মার্চ, ২০১২

রামুতে অধ্যক্ষ পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র হীরক জয়ন্তী উদ্যাপন উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত


॥প্রজ্ঞানন্দ শ্রামণ॥
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাঞ্জেরী সংঘপুরোধা রামু সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র হীরক জয়ন্তী উদ্যাপন উপলক্ষে গত ২রা মার্চ ২০১২ ইংরেজী রামু সীমা বিহারে এক ধর্মীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক বিভাগ (৩য়-৪র্থ), খ বিভাগ (৫ম-৬ষ্ঠ), গ বিভাগ (৭ম-৮ম), ঘ বিভাগ (৯ম-১০ম) সহ মোট ৫৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ক বিভাগে ২৮ ১/২ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করেছে ৪র্থ শ্রেণীর ছাত্রী অভিপ্সা বড়ুয়া, ২য় স্থান অধিকার করেছেন ৪র্থ শ্রেণীর ছাত্র সবুজ বড়ুয়া এবং ২৬ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করেছে ৩য় শ্রেণীর ছাত্র শ্রাবন বড়ুয়া ও ৪র্থ শ্রেণীর রিমন বড়ুয়া । খ বিভাগে ৩২ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করেছেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী অনিন্দিতা বড়ুয়া । ২৮ ১/২ নম্বর পেয়ে ২য় স্থান অধিকার করেছেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র পিয়াল বড়ুয়া ও পার্বণ বড়ুয়া এবং ২৭ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করেছেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী পাপড়ি বড়ুয়া । গ বিভাগে ২৯ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করেছেন ৭ম শ্রেণীর ছাত্রী সামান্তা বড়ুয়া, ২৮ নম্বর পেয়ে ২য় স্থান অধিকার করেছেন ৮ম শ্রেণীর ছাত্রী প্রমি বড়ুয়া এবং ২৭ ১/২ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করেছেন ৭ম শ্রেণীর ছাত্রী রুনা বড়ুয়া । ঘ বিভাগে ২৮ ১/২ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করেছেন ৯ম শ্রেণীর ছাত্র জিন্টু বড়–য়া, ২০ ১/২ নম্বর পেয়ে ২য় স্থান অধিকার করেছেন ৯ম শ্রেণীর ছাত্রী চন্দ্রিকা বড়ুয়া এবং ১৭ ১/২ নম্বর পেয়ে ৩য় স্থান অধিকার করেছেন ৯ম শ্রেণীর ছাত্রী সুমি বড়ুয়া । বিচারকের দায়িত্ব পালন করেন কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সুগত রঞ্জন বড়ুয়া, বাবু তিলক বড়ুয়া ও বাবু বাবুল বড়ুয়া । প্রতিযোগিতার আহ্বায়ক বাবু দুলাল বড়ুয়া বলেন প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ৮ মার্চ বিকাল ৪ টায় রামু সীমা বিহারে পুরস্কৃত করা হবে। ধর্মীয় মৌখিক এই প্রতিযোগিতা শেষে উপস্থিত প্রতিযোগী এবং অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের সাধারণ সম্পাদক বাবু তরুন বড়ুয়া প্রমূখ । উল্লেখ্য, প্রতি বিভাগে সর্বমোট ৪০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...