এম শাহ আলম,রামু ॥
রামুতে ১ ডাকাতি মামলার আসামীকে ধৃত করে পুলিশকে সোপর্দ করেছে স্থানীয় জনতা। জানা গেছে, গতকাল ৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করুলিয়া মুরা এলাকা থেকে স্থানীয় জনতা একই এলাকার কাশেম আলীর ছেলে
ছৈয়দ কাশেম (২৫) কে আটক করে ঈদগড় পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে তাকে রামু থানায় নিয়ে আসা হয়। থানা সূত্র জানায় ২৭ মার্চ ঈদগড় ইউনিয়নের সোয়ারিয়া কাটা এলাকার বাসিন্দা নাজির আহাম্মদ ও ছৈয়দ আহাম্মদের বাড়িতে ছৈয়দ কাশেম ডাকাতির ঘটনা সংগঠিত করে। এ ঘটনায় থানায় ডাকাতি মামলা হয়। সে অন্য একটি ডাকাতি মামলায় ৬ মাস কারাভোগ করে সাম্প্রতিক কালে মুক্তি পায় বলে জানা যায়।
রামুতে ১ ডাকাতি মামলার আসামীকে ধৃত করে পুলিশকে সোপর্দ করেছে স্থানীয় জনতা। জানা গেছে, গতকাল ৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করুলিয়া মুরা এলাকা থেকে স্থানীয় জনতা একই এলাকার কাশেম আলীর ছেলে
ছৈয়দ কাশেম (২৫) কে আটক করে ঈদগড় পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে তাকে রামু থানায় নিয়ে আসা হয়। থানা সূত্র জানায় ২৭ মার্চ ঈদগড় ইউনিয়নের সোয়ারিয়া কাটা এলাকার বাসিন্দা নাজির আহাম্মদ ও ছৈয়দ আহাম্মদের বাড়িতে ছৈয়দ কাশেম ডাকাতির ঘটনা সংগঠিত করে। এ ঘটনায় থানায় ডাকাতি মামলা হয়। সে অন্য একটি ডাকাতি মামলায় ৬ মাস কারাভোগ করে সাম্প্রতিক কালে মুক্তি পায় বলে জানা যায়।