বুধবার, ১৪ মার্চ, ২০১২

চকরিয়ার সংবাদিক নাজমুল সাঈদ হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় রামুতে উদ্ধার


॥ রামু নিউজ রিপোর্ট ॥
রামুতে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় চকরিয়ার সংবাদকর্মী নাজমুল সাঈদকে উদ্ধার করেছে জনতা। খবর পেয়ে রামু থানা পুলিশ ওই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ও নোয়াহ্ চালককে আটক করে। জানা গেছে, ১৩ মার্চ রাত অনুমান সাড়ে ৯ টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের নাশিকুল বেইলী ব্রীজের নীচে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় এক লোক দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রামু থানায় পুলিশ তাকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার
প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। হাসপাতাল সুত্রে জানা যায় সংবাদিক নাজমুল সাঈদের একটি হাত ভেঙ্গে গেছে। অপহৃত সাংবাদিক নাজমুল সাঈদ চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সাব্বির আহমদের পুত্র। ও সাপ্তাহিক দুর্নীতি সমাচার চকরিয়া প্রতিনিধি। তাঁকে উল্লেখিত স্থানে ফেলে অপহরনকারীদের ব্যবহৃত নোয়াহ্ গাড়ী  চট্টমেট্টো চ ১১-৬০৯৯ পালিয়ে যাওয়ার সময় রামু তেমুহনী নামক এলাকার খাদে পড়ে গেলে স্থানীয়রা গাড়ীসহ চালককে পুলিশে সোপর্দ করে। পুলিশ আটক ড্রাইভার আব্দুল গফুরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
বিস্তারিত আসছে...........   

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...