বুধবার, ২১ মার্চ, ২০১২

খুটাখালীতে লবণ বোটে ডাকাতি : লক্ষাধিক টাকা লুট :আটক ৪

॥নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও॥ 
খুটাখালীতে লবণ ভর্তি বোটে ডাকাতি ও লাধিক টাকা লুট হয়েছে। ১৯ মার্চ গভীর রাতে খুটাখালী বহল তলীর বড় ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রাপ্ত অভিযোগে প্রকাশ, ইউনিয়নের বহলতলী বড় ঘাট এলাকায় লবণ ভর্তি দুটি কার্গো বোটে সোমবার রাত
২টার দিকে ডাকাতরা হামলা চালায়। এতে দু’কার্গো বোটের মাঝি সহ আহত হয়েছে ৮জন। আহতরা হল বদরখালীর আবু বক্করের পুত্র জিয়াবুল হক,গোলামনবীর পুত্র নবী আলম,বদি আলমের পুত্র জয়নাল,শামশুল আলমের পুত্র আলী আহমদ,আবদুল কাদেরের পুত্র রুবেল, জামাল উদ্দিনের পুত্র মহিউদ্দিন ও শাহ আলমের পুত্র মানিক। তাদের কে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মোবাইল, টচলাইট ও নগদ টাকা সহ লাধিক টাকা লুট হয়েছে। সংঘটিত ঘটনায় আকতার মাঝি বাদী হয়ে চকরিয়া থানায় ৮জনকে আসামী করে  মামলা দায়ের করেছে। মামলার পরিপ্রেেিত চকরিয়া থানার এএসআই আলিম ও সঙ্গীয় পুলিশ দল ২০ মার্চ দুপুর ১২টায় খুটাখালীর খাস ঘোনা এলাকা থেকে ডাকাতি মামলার অভিযুক্ত ৪ আসামীকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে। আটককৃত ডাকাতরা হল উত্তর ফুলছড়ির সোলাতন আহমদের পুত্র রুবেল,আবদু ছবির পুত্র আলমগীর,রশিদ আহমদের পুত্র জসিম উদ্দিন ও ইসলামপুর নতুন অফিসের আবুল কাসেম। পুলিশ জানান, ডাকাত রুবেল কে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে তার চাচা রশিদ আহমদ আপ্রাণ চেষ্টা চালায়। এলাকাবাসীদের মতে উক্ত এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করে আসছিল। আটককৃতদের রিমান্ডে নিলে অস্ত্রসহ অন্যান্য ডাকাতদের রহস্য বের হয়ে আসবে। ডাকাত আটকের ঘটনায় স্থানীয় মেম্বার ডাঃ আবুল বশর সহ এলাকাবাসী উল্লাস প্রকাশ করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...