॥মোঃ রেজাউল করিম, ঈদগাঁও॥
কক্সবাজারের পোকখালীর গোমাতলী সংযোগ ব্রীজে সংষ্কারের নামে গাড়ি পারপারে চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে। সংযোগ ব্রীজটি দীর্ঘদিন অবহেলায়, অযত্নে থাকার পর যৎ সামান্য সংস্কার কাজ শুরু করলেও কতিপয় দুস্কৃতিকারী ও স্থানীয় প্রভাবশালী ব্রীজের সংষ্কার কাজে গাড়ি পার করতে মেতে উঠেছে চাঁদার বানিজ্যে। স্থানীয়দের অভিযোগ ইট ও
লবণ ভর্তি ট্রাক, দোকানের চাউল ভর্তি জীপ ও সিএনজি টেক্সী থেকে প্রতিদিন পার হতে গিয়ে ৫০/১০০টাকা করে নেয়। টাকা না দিলে গাড়ি পার হতে দেয় না। ভূক্তভোগী পশ্চিম গোমাতলীর কাদের সওদাগরের অভিযোগ দোকানের মালামাল নেওয়ার পথে ব্রীজ ঘাটে তার কাছ থেকে ১২০টাকা নেয়। দীর্ঘ সময় তারা সংষ্কারের কাজ দেখিয়ে চলাচলকারীদের সময় ও টাকা নষ্ট করছে। সেই সুবাদে স্থানীয় এক প্রভাবশালী গাড়ি পার করার নামে বসিয়েছে চাঁদা বাণিজ্য। একাধিক ভুক্তভোগীর অভিযোগ প্রতিদিন চলাচলকারী টেক্সী,জীপ ও ট্রাক থেকে হাজার হাজার টাকা এ ফাঁদ বসিয়ে হাতিয়ে নিচ্ছে। বৃহত্তর গোমাতলীর ৩০ হাজার লোকের ঈদগাঁও কক্সবাজার আসার একমাত্র সংযোগ ব্রীজটি সংস্কারের নামে অকেজো হয়ে থাকায় প্রতিদিন হিমশিম খাচ্ছে নারী পুরুষ ও স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীরা। আর এই সুযোগে মোটা অংকের টাকা কামিয়ে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা।কক্সবাজারের পোকখালীর গোমাতলী সংযোগ ব্রীজে সংষ্কারের নামে গাড়ি পারপারে চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে। সংযোগ ব্রীজটি দীর্ঘদিন অবহেলায়, অযত্নে থাকার পর যৎ সামান্য সংস্কার কাজ শুরু করলেও কতিপয় দুস্কৃতিকারী ও স্থানীয় প্রভাবশালী ব্রীজের সংষ্কার কাজে গাড়ি পার করতে মেতে উঠেছে চাঁদার বানিজ্যে। স্থানীয়দের অভিযোগ ইট ও