বুধবার, ২১ মার্চ, ২০১২

রামু উপজেলা চেয়ারম্যান ও ইউএনও সাথে নির্যাতিত গৃহবধূর সাক্ষৎ ॥ সহায়তা প্রদান

॥ রামু নিউজ রিপোর্ট ॥
রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হকের সাথে সাক্ষাৎ করেছেন রামু থানার পুলিশের এক দারোগা কর্তৃক নির্যাতনের শিকার উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী গ্রামে গৃহবধূ বিপু বড়ুয়া ও তার পরিবারের সদস্যরা। গতকাল বুধবার (২১ মার্চ) সকালে নিজ বাসভবনে রামু উপজেলা চেয়ারম্যান তাদের কাছে
নির্যাতনের কথা শোনেন এবং সুষ্ঠু বিচারে সহযোগিতার আশ্বাস দেন। এর আগে সাক্ষাত করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপু বড়ুয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাত দেখে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এবং তাদের নগদ দুই হাজার টাকা ও দুটি শাড়ি প্রদান করেন।
উল্লেখ্য গত ১১ র্মাচ দুপুরে চুরির মামলায় অভিযুক্ত রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী গ্রামের রোজেন বড়ুয়াকে ধরার জন্য বাড়িতে যান রামু থানার উপপরিদর্শক রুহুল আমিন। এসময় উপ-পরিদর্শক রুহুল আমিন শয়ন কে ঢুকে তাঁর স্ত্রী বিপু বড়ুয়ার (২৪) কাছে স্বামীর জাতীয় পরিচয় পত্র ও ছবি চান। না দেওয়ায় তাকে নির্মমভাবে পেটান এবং  গলা ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ওই গৃহবধুর হাত ও পিঠে আঘাত পান। পরদিন (১২ মার্চ) ঘটনার তদন্তে মারধরের সত্যতা পাওয়ায় পুলিশ সুপারের নির্দেশে তাকে কক্সবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে রামু থানা পুলিশ নানা কৌশলে ওই বিতর্কিত দারোগাকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...