॥ মোঃ রেজাউল করিম,ঈদগাঁও ॥
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে টমটম গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা নিহত ও অপর ৩জন আহত হয়েছে। ২০মার্চ বিকেল ২টায় ঈদগাঁও পালপাড়ায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা ২টি টমটম আটক করলে সড়কে
যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে টমটম গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা নিহত ও অপর ৩জন আহত হয়েছে। ২০মার্চ বিকেল ২টায় ঈদগাঁও পালপাড়ায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা ২টি টমটম আটক করলে সড়কে
প্রত্যদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে ঈদগাঁও-ঈদগড় সড়কের পালপাড়া মহিলা মেম্বারের বাড়ীর অদুরে টমটম গাড়ির ধাক্কায় স্থানীয় পথচারী রাণী পাল (৭০) সহ অন্য ৩যাত্রী আহত হয়। গাড়িটি ভোমরিয়াঘোনা থেকে বাসষ্টেশনে আসছিল। আহতদের চমেক সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত রাণী পালকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত মহিলা পালপাড়ার নির্মল পালের স্ত্রী। আহত যাত্রীরা হচ্ছে ইসলামাবাদ গজালিয়ার সোলতান আহমদের পুত্র সুরুত আলম, ভাদীতলার জনৈক ব্যক্তি এবং অন্যএক কিশোরী। দূর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা উক্ত সড়কে চলাচলরত ২টি টমটম গাড়ি আটক করলে অন্যান্য গাড়ি চলাচল ও বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কের যাত্রীদের হয়রানীর শিকার হতে হয়।