
রামুতে ১৮ ব্যবসা প্রতিষ্ঠান ও মাদকসেবী থেকে ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অনুমোদন বিহীন চিকিৎসা সেবা পরিচালনা করায় হেলপ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে
জানা যায়, রামু চৌমুহনী স্টেশনের হেলপ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় ১ লাখ টাকা, ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল পণ্য বিক্রির দায়ে জামি এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা, স্কুল মার্কেটের হোছাইন মেডিকোকে ১০ হাজার টাকা, আওনাত শপিং কমপ্লেক্সের সেবালয় মেডিকোকে ৪ হাজার টাকা, অপূর্ব জুয়েলার্সকে ৩ হাজার টাকা, আনন্দ জুয়েলার্সকে ৫ হাজার টাকা, পোল্ট্রী ফিস এন্ড ফিড সেন্টারকে ৩ হাজার টাকা, স্বর্নমেলা জুয়েলার্সকে ২ হাজার টাকা, শেওয়াগ জুয়েলার্সকে ২ হাজার টাকা, হাজি কমপ্লেক্সের সোনালী হোটেলকে ২ হাজার টাকা, আলমাছিয়া হোটেলকে ২ হাজার টাকা, চৌধুরী মার্কেটের জামান হোটেলকে ১ হাজার পাঁচশত টাকা, আবু ছৈয়দের হোটেলকে ১ হাজার পাঁচশত টাকা, রিপন জুয়েলার্সকে ১ হাজার টাকা, সাজন জুয়েলার্সকে ১ হাজার টাকা, সৌদিয়া জুয়েলার্সকে ১ হাজার টাকা, উপজেলা পরিষদের সামনে দু’টি চায়ের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্বপাড়া এলাকার ছৈয়দ নূরের পুত্র নিজামুদ্দিনকে (২৫) মদপানের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার সকালে জোয়ারিয়ানালা ইউনিয়নের চাবাগান এলাকায় মদপান করে মাতলামি করায় রামু থানার পিএসআই মিজানুর রহমান নিজামুদ্দিনকে আটক করে। বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
রামু উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট ও ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, অনুমোদন বিহীন চিকিৎসা সেবা পরিচালনা করায় হেলপ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানের কোন বৈধ কাগজ পত্র না থাকায় ১ লাখ টাকা ও ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল পণ্য বিক্রির দায়ে আরো ১৭ টি ব্যবসা প্রতিষ্ঠান এবং মদপানের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।