বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

খুটাখালীতে খুঁটি কাটাকে কেন্দ্র করে ৬ জন আহত

॥বিশেষ প্রতিবেদক, ঈদগাঁও॥ 
কক্সবাজারের খুটাখালীতে টেংরার খুঁটি কাটাকে কেন্দ্র করে দু’পরে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। ২০ মার্চ দুপুর ১টায় ঈদগড় সংলগ্ন পূর্ণগ্রামে এ ঘটনা ঘটে।  প্রাপ্ত তথ্যে প্রকাশ, খুটাখালী পূর্ণগ্রাম এলাকার জনৈক নুরুল আলম তার বসত ভিটের চতুর দিকে টেংরা দেয়ার জন্য পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে টেংরার কিছু খুঁটি কেটে বসত বাড়ী সংলগ্ন স্থানে জমা করেন। খুঁটি গুলি চুরি হয়ে গেলে তিনি তার প্রতিবেশি নুরুল ইসলামদের এ ব্যাপারে সন্দেহ করেন। উভয় পরে কথা কাটাকাটি ও তর্কাকর্তীর এক পর্যায়ে বিবদমান তুমূল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পরে ৬ জন আহত হয়। নুরুল ইসলামগংয়ের আহতরা হচ্ছেন নুরুল ইসলাম (১৫), আনোয়ারা বেগম (৪২) মোহাম্মদ আমিন (৩০) ও পারভীন (২০) অন্য পরে আহতরা হচ্ছেন নুরুল আলম (৫৫) ও মোহাম্মদ বেলাল (২৪)। গুরুতর আহত বেলালকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...