বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

ঈদগাঁও সংবাদ : মেহেরঘোনা মদ সহ বিক্রেতা আটক : ২৯ মার্চের হরতালের সমর্থনে ঈদগাঁও বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত : চান্দেরঘোনা বিষ পানে কিশোরের আত্মহত্যার চেষ্টা : ইসলামাবাদে বন দস্যূদের হামলায় আহত ২

মেহেরঘোনা মদ সহ বিক্রেতা আটক
॥মোঃ রেজাউল করিম,ঈদগাঁও॥
ঈদগাঁওতে স্যালাইন ভর্তি মদ সহ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। ২১ মার্চ বিকেলে ইউনিয়নের মেহেরঘোনা নুর মোহাম্মদের ভাড়া কলোনী থেকে তাকে ৩ প্যাকেট স্যালাইন ভর্তি মদ সহ আটক করে। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এএসআই শওকত হোসেন জানায়, স্থানীয়দের অভিযোগের প্রেেিত মেহেরঘোনা থেকে মদ সহ তাকে আটক করে। আটককৃত মদ বিক্রেতা ময়মনসিংহ জেলার ফুলপুর গ্রামের মৃত আফজল মিয়ার পুত্র দুলাল মিয়া (৪৮)। সে দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে মদ বিক্রি করে আসছিল।

২৯ মার্চের হরতালের সমর্থনে ঈদগাঁও বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত
কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন বিএনপির বিশেষ বর্ধিত সভা মেহেরঘোনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি এম.মমতাজুল ইসলাম। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শফির স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ফরিদুল আলম,জেলা বিএনপির সদস্য ও ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম,ঈদগাঁওর বিএনপি নেতা ছব্বির আহমদ কোম্পানী,জেলা যুবদলের গণ শিা বিষয়ক সম্পাদক মোজাফফর আহমদ সুমন,ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্র দল আহবায়ক আযমগীর,যুগ্ম আহবায়ক ও ইসলামাবাদ ইউপি মেম্বার আবুল কাসেম, ঈদগাঁও যুবদল সেক্রেটারী নুরুল আজিম প্রমুখ। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারী,সাংঠনিক সম্পাদক সহ তৃণমূল নেতাকর্মীরা অংশ নেন। এতে নিদলীয় ও নিরপে তত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ল্েয আগামী ২৯ মার্চের দেশব্যাপী হরতাল সফল করা এবং হাসিনা সরকারের পতন তরান্বিত করতে নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী ও বেগবান করার আহবান জানানো হয়।

চান্দেরঘোনা বিষ পানে কিশোরের আত্মহত্যার চেষ্টা
ঈদগাঁওতে কীটনাশক পানে আত্মহত্যার প্রচেষ্টা চালিয়েছে এক কিশোর। ২১ মার্চ সন্ধ্যায় চান্দেরঘোনা কোনার পাড়ায় এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, উক্ত এলাকার মোহাম্মদ ইউছুপের দ্বিতীয় পুত্র ফজলুল হক (১৩) বুধবার সন্ধ্যায় বাড়ীর লোকজনের সাথে অভিমান করে কীটনাশক পান করে। মুমুর্ষ অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত তার অবস্থা আশংকাজনক বলে জানান কর্তব্যরত ডাক্তার।

ইসলামাবাদে বন দস্যূদের হামলায় আহত ২
কক্সবাজারের ইসলামাবাদে বনদস্যূদের হামলায় ২ জন আহত ও বন কর্মকর্তা লাঞ্চিত হয়েছেন। ২০ মার্চ রাতে স্থানীয় সামাজিক বনায়নে কাঠ পাচারকারীদের বাঁধা দিতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় বনদস্যূরা ডাম্পার ভর্তি কাঠ পাচার করে নিয়ে যায়।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, মঙ্গলবার রাতে ইসলামাবাদে জনৈক হেডম্যানের নিকটাত্মীয় জয়নাল আবেদিন সহ কয়েকজন বনদস্যূ পার্শ্ববর্তী সামাজিক বনায়নের গাছ কাঠতে শুরু করে। খবর পেয়ে সামাজিক বনায়ন প্লটের মালিক বাদশাহ (২৭) ও মোহাম্মদ শফি (৩০) ফুলছড়ি বিট অফিসার প্রাণেষ বাবু সহ ঘটনাস্থলে যান। এ সময় বনদস্যূরা প্লট মালিকদের অকথ্য মারধর করে এবং বিট অফিসারকে লাঞ্চিত করে। পরে সামাজিক বনায়নের কর্তিত বিভিন্ন প্রজাতির গাছ তারা ডাম্পার যোগে নিয়ে যায়। আহত ব্যক্তিরা হচ্ছেন ইসলামপুর নাপিতখালীর বাসিন্দা। ফুলছড়ি রেঞ্জ অফিসার ভূপেষ মুখার্জি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সংঘটিত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...