বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় মোস্তাক আহমদ চৌধূরী : শিক্ষার উন্নয়নের মাধ্যমে কক্সবাজারের প্রকৃত উন্নয়ন হতে পারে

॥মোঃ রেজাউল করিম, ঈদগাঁও॥  
কক্সবাজারের ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী সভা ২১ মার্চ দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধূরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধূরী,সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবদু ছালাম বাবুল এবং সমাজ হিতৈষী ও শিক্ষানুরাগী ছব্বির আহমদ এম.এ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব কামরুল হক চৌধূরীর সভাপতিত্বে  ও শরীরচর্চা শিক্ষক নুরুল আলম হেলালীর স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানের অতিথিদের মধ্যে ছিলেন পরিচালনা পরিষদ সদস্য আলহাজ্ব জসিম উল্লাহ মিয়াজী, শিক্ষা নিকেতনের প্রধান শিক একেএম আলমগীর, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক ফরিদুল আলম,ঈদগাহ কেজি স্কুলের প্রধান শিক নুরুল হুদা, ইসলামাবাদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম। অন্যদের মধ্যে ছিলেন ঈদগাঁওর মহিলা মেম্বার মিনতী বিশ্বাস,সহকারী প্রধান শিক্ষক আবু শামা, সিনিয়র শিক এনামূল হক,সায়মা আক্তার, হাবিবুর রহমান,এনামূল হক ইসলামাবাদী,কিশোর কুমার,শামিম উদ্দিন। জেলা পরিষদ প্রশাসক তার বক্তব্যে বলেন, শিক্ষার উন্নয়নের মাধ্যমে কক্সবাজারের প্রকৃত উন্নয়ন হতে পারে। তাই শিক্ষার্থীদের আরো আন্তরিকাতর সাথে পড়া লেখায় মনোনিবেশ করতে হবে। তিনি উক্ত প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের ঘোষণা দেন। পরে অতিথিরা পিএসসি পরীক্ষার ৫ কৃতি শিক্ষর্থীদের পুরস্কার বিতরণ করেন। এছাড়া ও বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...