বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

বাংলাদেশ-মিয়ানমার যৌথ সীমান্ত জরিপ : প্রথমিক পর্যায়ের কাজ সম্পন্ন

॥ নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ॥   
তিন পর্যায়ে বিভক্ত বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত জরিপের প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ জরিপ দলের ক্যাম্প সূত্রে জানা যায়, উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ সার্ভে টীমে বাংলাদেশ দলের ক্যাম্প-১ ইনচার্জ হোসেন আহমদের নেতৃত্বে ২৮ জন ও মিয়ানমার দলের ক্যাম্প-১ ইনচার্জ ঝ নিংয়ের নেতৃত্বে ২৯ জন সদস্য গত
বছরের ২৩ নবেম্বর থেকে দীর্ঘ ৪ মাস ধরে স্থল সীমান্তের ঘুনধুম ৩১ নং থেকে ৪২ নং সীমানা পিলার পর্যন্ত জরিপ কাজ সম্পন্ন করেছে। এতে দেড়শ ফুট এলাকা নো-ম্যান্স-ল্যান্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে এবং উভয় দেশের স্থানীয় লোকজন ও সীমান্ত রক্ষীবাহিনীর সার্বিক সহযোগীতায় এ জরিপ কাজ সম্পন্ন হয়েছে। অপরদিকে স্থল সীমানার ৪২ নং পিলার থেকে পরবর্তী সীমানা জরিপ ২০১৩ সালের শুরু থেকে কাজ শুরু হবে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, মোট তিন পর্যায়ে বিভক্ত বাংলাদেশ-মিয়ানমার সীমানা জরিপের দু’পর্যায়ে স্থল সীমানা জরিপ ৩১নং থেকে ৪২নং পিলার ও ৪২ নং থেকে পরবর্তী পিলার পর্যন্ত জরিপের কাজ বাস্তবায়ন করছেন উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ সার্ভে টীম এবং ১নং পিলার থেকে ৩০নং পিলার পর্যন্ত দু'দেশের সীমানা নদী বেষ্টিত হওয়ায় নৌ-সীমান্ত জরিপের কাজ বাস্তবায়ন করবে উভয় দেশের অভ্যন্তরীন নৌ-পরিবহণ সংস্থা অথবা নৌ-বাহিনীর নিয়ন্ত্রণাধীন হাইড্রোগ্রাফী যৌথ জরিপদল।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...