বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

রামু রাজারকুল আসমা ছিদ্দিকা (রাঃ) মাদরাসার বার্ষিক সভা ২ এপ্রিল

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥  
রামু রাজারকুল পশ্চিম সিকদার পাড়াস্থ আসমা ছিদ্দিকা (রাঃ) বালিকা মাদরাসা, হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা আগামী ২ এপ্রিল, সোমবার অনুষ্ঠিত হবে। এতে তাশরীফ আনবেন, চট্টগ্রাম আল-জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি আব্দুল হালিম
বোখারী, চট্টগ্রাম ওমর গণী এম.ই.এস. কলেজের অধ্যাপক ড. আ.ফ.ম. খালিদ হোসেন, জোয়ারিয়ানালা মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ আব্দুল হক, রাজঘাটা মাদরাসার মুহাদ্দিস মাওলানা ছৈয়দ আরম আরমানী।

উক্ত সভাকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা ২১ মার্চ সকাল ৯টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক রাজারকুল ইউপি চেয়ারম্যান জাফর আলম চৌধুরী। মাদরাসার পরিচালক মাওলানা আব্দুচ্ছালাম কুদছীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, ছদরে মুহতামিম মাওলানা আইয়ুব আনছারী, মাষ্টার শফিউল আলম, মাওলানা আব্দুচ্ছালাম (কদিম), আলহাজ্ব জহিরুল ইসলাম, মাষ্টার নুর আহমদ, নুরুল হক, আব্দুচ্ছমদ, ওসমান গণি, আব্দুল করিম, আলহাজ্ব দিদারুল আলম, মোহাম্মদ হোছাইন, মুফিজুর রহমান, মোহাম্মদ উল্লাহ, জিয়াবুল হেসেন, মুফিজ মিস্ত্রী প্রমুখ।
প্রস্তুতি সভায় উপস্থিত সকলে আগামী ২ এপ্রিল মাদরাসার বার্ষিক সভাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে ধর্মপ্রাণ মানুষের আন্তরিক দুআ ও সহযোগিতা কামনা করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...