॥ ক্রীড়া প্রতিবেদক,রামু ॥
রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শাউন স্মৃতি সেভেন এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট’১২ এর তৃতীয় ম্যাচে সেভেন এ সাইড’ মন্ডলপাড়াকে ৫ উইকেটে হারিয়ে স্মাইল প্লীজ জয়লাভ করেছে। স্মাইল প্লিজের অধিনায়ক টসে জিতে প্রতিপ সেভেন স্টার’ মন্ডলপাড়াকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রন জানায়। সেভেন স্টার’ মন্ডলপাড়া
৮ ওভারে সব উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে। স্মাইল প্লিজের খেলোয়াড়েরা ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ৫ ওভার ২ বলে ৭২ রানের টার্গেট পূর্ণ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় স্মাইল প্লীজ এর সিপন বড়ুয়া। রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শাউন স্মৃতি সেভেন এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট’১২ এর তৃতীয় ম্যাচে সেভেন এ সাইড’ মন্ডলপাড়াকে ৫ উইকেটে হারিয়ে স্মাইল প্লীজ জয়লাভ করেছে। স্মাইল প্লিজের অধিনায়ক টসে জিতে প্রতিপ সেভেন স্টার’ মন্ডলপাড়াকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রন জানায়। সেভেন স্টার’ মন্ডলপাড়া
স্মাইল প্লিজের খেলোয়াড় তালিকা- রাশেদ বড়ুয়া (অধিনায়ক), রুমন বড়ুয়া (সহ-অধিনায়ক), রুপন বড়ুয়া, কাকন বড়ুয়া, সিপন বড়য়া, মো.জাভেদ এবং সোহেল বড়ুয়া অপু।
উল্লেখ্য, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি’০৯ এর মেধাবী ছাত্র শাউন ১০ এপ্রিল’০৯ সড়ক দূর্ঘটনায় মার্মান্তিক ভাবে নিহত হয়।তার স্মৃতিকে স্মরনীয় করে রাখার প্রয়াসে এস.এস.সি’০৯ ব্যাচের উদ্যোগে শাউন স্মৃতি সেভেন এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে।