মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

রামুতে ভ্রাম্যমান আদালতে মাদক পাচারের দায়ে রোহিঙ্গা মহিলাসহ দু’জনকে জেল

॥ খালেদ শহীদ,রামু ॥
রামুতে মাদক পাচার করার দায়ে দুইজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শহীদ মোহাম্মদ ছাইদুল হক তাঁর কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য পাচারে জড়িত থাকার দায়ে কুতুপালং শরনার্থী
ক্যাম্পের আবদুল্ল¬াহর স্ত্রী হাফেজা খাতুনকে (২৫) দুই বছর এবং কাউয়ারখোপ পূর্বপাড়ার মৃত সাহাব মিয়া’র পুত্র সাইফুল ইসলামকে (৩৫) গাঁজা বিক্রির দায়ে তিন মাসের জেল দেয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়া বাইন্যার দোকান এলাকা থেকে ৫ বোতল বিদেশী রাম ও ড্রাইজিন মদসহ এক রোহিঙ্গা মহিলাকে আটক করে রামু থানার উপ-পরিদর্শক এস এম মিজানুর রহমান। আটক মাদক পাচারকারী রোহিঙ্গা মহিলা হাফেজা খাতুন উখিয়া উপজেলাধীন কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের এমআরসি ১৩২৪৪, ব্লক এ , সেড ৪৫, রুম ৫ এর বাসিন্দা।
অপরদিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মৃত সাহাব মিয়া’র পুত্র দুইটি বন মামলার পলাতক আসামী রিক্সা চালক সাইফুল ইসলামকে (৩৫) সোমবার বিকালে কাউয়ারখোপ বাজার থেকে দুই পুরিয়া গাঁজাসহ আটক করে রামু থানার সহকারী উপ- পরিদর্শক মশিউর রহমান।
মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য ব্যবসায় জড়িত থাকার দায়ে রোহিঙ্গা হাফেজা খাতুনকে দুই বছর এবং রিক্সা চালক সাইফুল ইসলামকে তিন মাসের সাজা দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...