মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

পরোয়ানা পেলেই ‘বাচ্চু রাজাকার’ গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

॥রামু নিউজ ডেস্ক॥ 
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আদালতের আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছুলেই ‘বাচ্চু রাজাকার’ পরিচিত আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হবে।
মঙ্গলবার রাজধানীতে ওয়ারি থানা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে
এ কথা বলেন মন্ত্রী। যদিও ‘বাচ্চু রাজাকারকে’ গ্রেপ্তারে সকালে পরোয়ানা জারি হওয়ার পর তার রাজধানীর বাসা, অফিসসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ; তবে সেখানে তাকে পাওয়া যায়নি।

‘বাচ্চু রাজাকারকে’ গ্রেপ্তারে ট্রাইব্যুনালের জারি করা পরোয়ানা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মন্ত্রণালয় পায়নি বলে জানান সাহারা।

এদিন সকালে এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ একাত্তরে ‘বাচ্চু রাজাকার’ নামে পরিচিত ফরিদপুরের আবুল কালামকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে ফরিদপুরের বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আজাদ মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মোজাহিদের ঘনিষ্ঠ সহচর ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের আবেদন শোনার মধ্য দিয়ে গত ২৪ মার্চ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে দ্বিতীয় ট্রাইব্যুনাল।

আজাদ যার সহযোগী হিসাবে মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগ, সেই মুজাহিদও যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। তার বিচার চলছে প্রথম ট্রাইব্যুনালে।

‘বাচ্চু রাজাকারের’ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে ট্রাইব্যুনালে আবেদন হয় সোমবার।

গ্রেপ্তারের জন্য নয়টি কারণ তুলে ধরে প্রসিকিউটর হায়দার আলী ট্রাইব্যুনালকে বলেন, “একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সহযোগীদের নিয়ে তিনি ফরিদপুর সদর, বোয়লামারী, নগরকান্দা, মধুখালী, কামারখালীসহ বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করেছেন। প্রাথমিক তদন্তে এসব অপরাধের প্রমাণ পাওয়া গেছে।”

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...