মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

কক্সবাজারে জাতীয় স্কুল ফুটবল: রামু খিজারী ও পেকুয়া জেএমসি ফাইনালে

॥ মহসীন শেখ ॥
কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জাতীয় স্কুল ফুটলের ফাইনাল নির্ধারনী দু’টি খেলায় প্রতিপক্ষ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় ও পেকুয়া জেএমসি ইন্সটিটিউট ।
মঙ্গলবার (০৩ এপ্রিল) সকালে অনুষ্ঠিত প্রথম ম্যাচে কক্সবাজার
পেকুয়া জেএমসি ইন্সটিটিউট ২-০ গোলে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারায়। একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় বনাম শাহপুরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের খেলা গোলশূণ্য শেষ হলে ট্রাইব্রেকারে গড়ায়। এতে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় ৫-৪ গোলে শাহপুরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে পেকুয়া জেএমসি ইন্সটিটিউট ও রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মধ্যকার উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৫ এপ্রিল)। অতিরিক্ত জেলা প্রশাসক ছৈয়দ নুরুল বাছির, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির আব্দুল্লাহ মো: মঞ্জুরুল করিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জাহেদ উল্লাহ, সহ-সভাপতি বিজন বড়–য়া, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছুরত আলম খেলা উপভোগ করেন।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...