মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

রামুতে সড়ক দূর্ঘটনায় প্রথম শ্রেণীর ছাত্রী নিহত

॥কাজী আব্দুল্লাহ আল মামুন॥   
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার পশ্চিম চাকমারকুল নামক স্থানে পশ্চিম চাকমারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ইয়াছমিন আক্তার(৭) মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারা গেছে। নিহত ইয়াছমিন ওই বিদ্যালয়ের প্রথম
শ্রেণীর ছাত্রী। গতকাল মঙ্গলবার (১৩ মার্চ) সকাল নয়টায় এ দূর্ঘটনা ঘটে। সে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মোহছেনিয়া পাড়ার আবদুল মোনাফের কন্যা।
 প্রত্যক্ষদর্শীরা জানায়, পশ্চিম চাকমারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ইয়াছমিন আক্তার(৭), বিদ্যালয়ে যাওয়ার পথে কক্সবাজার অভিমূখী যাত্রীবাহী একটি মিনিবাস (কক্স স্পেশাল) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াছমিনের মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা ওই সড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে এবং স্পীড ব্রেকার স্থাপনের দাবীতে জানান। কক্সবাজার জেলা প্রশাসক মো. জয়নুল বারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্পীড ব্রেকার স্থাপনের আশ্বাস দিয়ে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...