মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

বঙ্গোপসাগরে দুটি ট্রলারের সংঘর্ষে নিহত ১


॥মোঃ রেজউল করিম, ইদগাঁও॥  
কক্সবাজারের মহেশখালী উপকূলীয় বঙ্গোপসাগরের বড়দিয়া এলাকায় দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় জন জেলে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও জন। মঙ্গলবার বেলা ১১টায় ঘটনা ঘটে। মহেশখালী হাসপাতালে নিহত জেলের লাশ নিয়ে
আসা স্থানীয় জেলে আবুল বশর বলেন, এই দূর্ঘটনার পর বিক্ষুদ্ধ জেলেরা ট্রলার মাঝিকে আটক করেছে। ওই এলাকার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ জানান, নিহত জেলের নাম নুরুচ্ছফা। তিনি স্থানীয় বড় মহেশখালীর মগরিয়া কাটার বাসিন্দা। লবণ বোঝাই একটি দ্রুতগামী ট্রলার অপর একটি ফিশিং ট্রলারকে ধাক্কা দিলে এই দুর্ঘটনার সৃষ্টি হয়। এঘটনার পর থেকে সমুদ্রের ওই রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছেন বিক্ষুদ্ধ জেলেরা মহেশখালী থানার ভারপ্রাপ্ত ওসি নাসির উদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন তবে বিস্তরিত জেনে ব্যাবস্থা নেওয়া হবে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...