মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

মেঘনায় লঞ্চডুবি : উদ্ধার ৩২ লাশ

॥রামু নিউজ ডেস্ক॥ কোস্টগার্ড, দমকলবাহিনী এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় মেঘনা নদী থেকে বিকেল ৫টা শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১জন পুরুষ ও তিন নারী, এক কিশোরী ও ৫ শিশু।
উদ্ধারকৃত লাশের মধ্যে ২৪ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি লাশ হস্তান্তর প্রক্রিয়া চলছে।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশগুলো উদ্ধার করেন।

কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের বরাত দিয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান
ড. শামসুদ্দোহা খন্দকার বাংলানিউজকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

দুপুর সোয়া ১টায় তিনি সাংবাদিকদের জানান, ডুবে যাওয়া জাহাজ এমভি শরীয়তপুর-১ উদ্ধারের ইতোমধ্যে উদ্ধারকারী হামজা বরিশাল থেকে রওনা দিয়েছে। 

ঘটনাস্থল থেকে উদ্ধারকাজ তদারক করছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন খান।

উদ্ধারকারী জাহাজের চারদিকে অর্ধশতাধিক ট্রলার নিয়ে ভিড় করছেন নিখোঁজদের স্বজনরা।

লঞ্চটি প্রায় ৭০ ফুট পানির নীচে ডুবে রয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান।

এর আগে সোমবার রাত ২টার দিকে প্রায় দু’শতাধিক যাত্রী নিয়ে এমভি শরীয়তপুর-১ লঞ্চটি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার উত্তর চরমসুরা এলাকায় মেঘনা নদীতে ডুবে যায়।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...