মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

গর্জনিয়ায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ ১২ জনের নামে মিথ্যা মামলা করায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,রাম॥ 
রামু উপজেলার গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ নাজের চৌধুরী, পরিচালনা কমিটির সাবেক সদস্য আলহাজ্ব মাষ্টার গিয়াস উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আবদুল হামিদ, মৌলানা ফরিদ উদ্দিন, নুরানী একাডেমীর নির্বাহী পরিচালক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, আরবী প্রভাষক মৌলানা মোঃ আয়ুব, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম সহ ১২ জনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (৮ এপ্রিল) সকালে মাদ্রাসা বাজার চত্বরে মাষ্টার ছৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌলানা হোছেন আহমদ, শিক্ষক জান্নাতুল ফেরদৌস, মৌলানা ইউসুফ, তাজুল ইসলাম চৌধুরী, মাওলানা নুরুল আমিন, হাবিব আহমদ, মোঃ ইসলাম প্রমূখ। এতে বক্তারা বলেন, বর্তমানে মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠু পরিবশে বিরাজ করছে এবং সকল শিক্ষক নিয়মিত বেতন-ভাতা ভোগ করছেন। এতে ইর্ষান্বিত হয়ে এলাকার কুচক্রী মহল মাদাসার শ্রেণি কক্ষে প্রবেশ করে মারধর ও ছিনতাইয়ের সাজানো মামলা দিয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের হয়রানি করার প্রচেষ্টা চালাচ্ছে। মাদ্রসার কথিত শিক্ষক আলা উদ্দিন আল আজাদ কর্তৃক দায়ের করা ওই মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তপূর্বক মিথ্যা মামলাটির বাদীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয় ওই মানববন্ধনে। মানববন্ধনে  এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষর্থীরা অংশ নেয়।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...