মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

রামুতে বজ্রপাতে ভাই-বোন হতাহত

নিজস্ব প্রতিবেদক ॥ 
কক্সবাজারের রামু উপজেলায় বজ্রপাতে বড় ভাই নিহত ও ছোট বোন আহত হয়েছে। নিহত মুজিবুর রহমান (২২) রামু উপজেলার দনি মিঠাছড়ি ইউনিয়নের চাইল্ল্যাতলী বারইয়াপাড়ার হোছন আহমদের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত মুজিবুর রহমানের ছোট
বোন দশম শ্রেণীর ছাত্রী রেহেনা আকতার (১৫)। রবিবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১২ টায় এ হতাহতের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত রেহেনা আকতারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রবিবার রাতে প্রবল বেগে ঝড়ো-হাওয়া শুরু হয়। বৃষ্টি হতে রার জন্য বাড়ির চালা মেরামত করতে বের হন মুজিবুর রহমান ও রেহেনা আকতার। এসময় আকষ্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলে প্রান হারান মুজিবুর রহমান। আহত হন ছোট বোন রেহেনা আকতার। ঘটনার পর স্থানীয়রা রেহেনা আকতারকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। অবস্থা আশংকাজনক হওয়ায় ওই রাতেই তাকে চমেক হাসপাতালে প্রেরন করে। মর্মান্তিক এ হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত সোমবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় নিহত মুজিবুর রহমানের নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...