রামু নিউজ প্রতিবেদক ॥
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা গ্রামের জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত আগ্গাধাম্মা মহাথের মহা পরিনির্বাণ লাভ করেছেন। গত ৮ এপ্রিল রাত
সাড়ে নয় টার দিকে তিনি নিজ বিহারে শেষ নিশ্বাস ত্যাগ করেন। স্থানীয়রা জানায়, ভদন্ত আগ্গাধাম্মা মহাথের মহোদয় গত কয়েকদিন ধরে শরীরে অসুস্থতা বোধ করলে কক্সবাজারের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা তাঁর চিকিৎসা করানো হয়। চিকিৎসা চলাকালিন সময়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে মহা পরিনির্বাণ পাড়ি দেন। জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত আগ্গাধাম্মা মহাথের’র মহা প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য যে, ভদন্ত আগ্গাধাম্মা মহাথের মহোদয় বিগত তিন বছর পূর্ব থেকে উখিয়ার ঘোনা জেতবন বিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা গ্রামের জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত আগ্গাধাম্মা মহাথের মহা পরিনির্বাণ লাভ করেছেন। গত ৮ এপ্রিল রাত