রবিবার, ৮ এপ্রিল, ২০১২

পেকুয়ায় লবণ বোঝাই বোটে সিলিন্ডার বিস্ফোরনে এক শ্রমিকের মৃত্যু

মহসীন শেখ, কক্সবাজার॥
জেলার পেকুয়া টেকপাড়া এলাকায় মাতামুহুরী নদীর তীরে লবণবোঝাই এমভি মেঘনা তরী-১ বোটে সিলিন্ডার বিস্ফোরনে পিন্টু দাশ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। শুক্রবার রাত দশটায় পেকুয়ার উজানটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান পেকুয়া থানা পুলিশকে বিষয়টি জানালে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...