রবিবার, ৮ এপ্রিল, ২০১২

ছাত্রদল নেতা ছোটনের পিতা অসুস্থ : রোগমুক্তি কামনা

আহমদ ছৈয়দ ফরমান ॥
রামু উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু তালেব ছোটনের পিতা অবসর প্রাপ্ত প্রাইমারী শিক আবুল কাশেম হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন
রামু উপজেলা ছাত্রদল আহ্বায়ক শাহানুর উদ্দিন বাবু, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, রেজাউল করিম টিপু, আব্দুর রহিম, শফিকুর রহমান, শাখাওয়াত সুলতান হুমায়ুন, ছাত্রদল নেতা আহমদ ছৈয়দ ফরমান, রিদুয়ান আহমেদ, জহির আলম, আনছারুল হক, নজরুল ইসলাম, জাহেদুল হক, তৌহিদুল ইসলাম, এইচ,এম আশিক উলাহ আরমান ও লিমন। নেতৃবৃন্দ মহান আলাহর দরবারে তার আশু রোগমুক্তির জন্য প্রার্থনা জানান।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...