রবিবার, ৮ এপ্রিল, ২০১২

মহানবী (সা.) এর আদর্শ অনুশীলনের মাধ্যমে মহৎ গুণাবলী অর্জন করতে হবে ..... ড.আ.ফ.ম খালিদ হোসেন

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ॥
চট্টগ্রাম এম.ই.এস কলেজের অধ্যাপক ও মাসিক আত্-তাওহীদ সম্পাদক ড.আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, অব্যাহত ধর্মচর্চা মানুষের মনে মানবিক মূল্যবোধের উন্মেষ ঘটায়। বড়দের প্রতি সম্মান,
ছোটদের প্রতি স্নেহ, পরের হিত সাধন, সৎচিন্তা ও সৎকর্ম ইসলাম ধর্মের শিক্ষা ও আদর্শ। মাদক বর্জন, সুদ-ঘুষ ও দূর্নীতি পরিত্যাগ করে আদর্শ সমাজ গঠনে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। ব্যক্তি চরিত্র সংশোধনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, চারিত্রিক সৎ গুণাবলী সম্পন্ন জাতিগোষ্ঠীই যে কোন দেশের জন্য অমূল্য সম্পদ। এসব মানুষের কর্মকান্ডের ফলে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। মহানবী (সা.) এর আদর্শ ও শিা অনুশীলনের মাধ্যমে আমরা সৎ চরিত্রের মহৎ গুণাবলী অর্জন করতে পারি। তিনি গত ৭ এপ্রিল শনিবার রামু দারিয়ারদিঘী মারকাজুল হুদা মাদ্রাসা ও টেকনাফের সাবরাং দারুল উলুম মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...