রবিবার, ৮ এপ্রিল, ২০১২

মহেশখালীতে ৫টি অবৈধ স-মিল উচ্ছেদ

এম.ছালামত উল্লাহ,মহেশখালী ॥
মহেশখালীতে গত ৭ এপ্রিল বন বিভাগ ও র‌্যাবের যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৫ টি অবৈধ স-মিল উচ্ছেদ করেছে।
জানা যায়, গত ৭ এপ্রিল জেলা নির্বাহী ম্যাজিট্রেট তোফায়েল আহমদ ও এসিএফ এনামুল হক ভুইয়ার নেতৃত্বে বন বিভাগ,পুলিশ ও র‌্যার সদস্যরা সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ স-মিলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে কালারমারছড়া বাজারের লেয়াকত মিয়া লেদুর মালিকাধীন ১ টি,ইউনুছখালী বাজারের মোসাদ্দেক আলীর ১ টি,নোনাছড়ী বাজারে আবদুচসালামের মালিকাধীন ১ টি ও আধার ঘোনা বাজারে লিয়াকত আলীর মালিকানাধীন ১ টিসহ মোট ৫ টি অবৈধ স-মিল জব্দ করে পরে বন বিভাগে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে বলে রেঞ্জ কর্মকর্তা বজলুর রহমান জানান।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...