রবিবার, ৮ এপ্রিল, ২০১২

রামুর বৌদ্ধ ধর্মীয় নেতা কীর্তনিয়া মনিন্দ্র বড়ুয়া আর নেই: বোধিরত্ন পরিবারের পূণ্যাঞ্জলী

অর্পণ বড়ুয়া,রামু ॥
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রামু উপজেলা শাখার সাবেক সভাপতি বিশিষ্ট বৌদ্ধ  কীর্তনিয়া মনিন্দ্র বড়ুয়া দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে গতকাল রবিবার দুপুরে পূর্ব রাজারকুলস্থ তার নিজ
বাড়িতে পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে গভীর পূণ্যাঞ্জলী জ্ঞাপন করেছেন কক্সবাজারের একমাত্র বৌদ্ধ ধর্মীয় পত্রিকা বোধিরত্নের প্রধান সম্পাদক দুলাল বড়ুয়া, সম্পাদক অর্পন বড়ুয়া, বার্তা সম্পাদক প্রজ্ঞানন্দ ভিক্ষু, নিজস্ব প্রতিবেদক তূর্ণা নিশীতা বড়ুয়া আঁখি ও সংগীত বড়ুয়া প্রমূখ। নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন, বিশিষ্ট কীর্তনিয়া ও বৌদ্ধ ধর্মীয় নেতা মনিন্দ্র বড়ুয়ার মৃত্যুতে রামুবাসী এক গুণীজনকে হারিয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...