রবিবার, ৮ এপ্রিল, ২০১২

কালারমারছড়ায় আওয়ামীলীগ নেতার শোক সভা : অভিলম্বে ওসমান হত্যাকারীদের গ্রেফতারের দাবী

রামু নিউজ প্রতিবেদক,মহেশখালী ॥ 
কালারমারছড়ায় আওয়ামীলীগ নেতার শোক সভায় বক্তরা অভিলম্বে ওসমান এর হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। এ উপলক্ষে এক প্রতিবাদ ও শোকসভা গত ৭ এপ্রিল কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের বড় ভাই হোছাইন ইব্রাহীমের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা রিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্টিত হয়্। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.একে আহমদ হেসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: নুরুল আমিন,এড, নজরুল ইসলাম চৌং,চকরিয়া পৌরসভার সাবেক মেয়র জাফর আলম বিএ,এড.আমজাদ হোসেন,এড.ফরিদুল ইসলাম চৌধুরী,এম.আজিজুর রহমান,ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহছান উল্লাহ বাচ্চু,সাদাত উল্লাহ খান,জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহমদ,আবদুল মন্নান,শরীফ মাতাব্বর,নাজেম উদ্দিন নাজু মেম্বার,বশির মেম্বার,জহিরুল আলম,জাফর আলম জফুরও হারেচ চৌধুরী প্রমুখ। বক্তারা অভিলম্বে হত্যা মামলায় অভিযুক্ত মীর কাশেম গংদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। নিহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে নিহতের পুত্র তারেক বিন ওসমান শরীফ কান্না জড়িত কণ্ঠে বলেন,কি অপরাধ ছিল আমার পিতার,সন্ত্রাসীরা কেন আমার পিতাকে নির্মম ভাবে খুন করা হল আমি প্রশাসন ও এলাকাবাসীর কাছে এর প্রকৃত বিচার চাই। উল্লেখ্য গত ২৯ মার্চ রাত ১১ ঘটিকার সময় কালারমারছড়া বাজারের নিজ অফিস কক্ষে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুন হন জেলার প্রথম শহীদ পরিবারের সন্তান বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ওসমান চেয়ারম্যান।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...