রবিবার, ৮ এপ্রিল, ২০১২

খুটাখালীতে দুর্বৃত্তদের হামলায় আহত ২ : লক্ষাধিক টাকা লুট

রামু নিউজ প্রতিবেদক,ঈদগাঁও ॥  
কক্সবাজারের খুটাখালীতে লক্ষাধিক টাকা লুট ও দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে ২জন। শুক্রবার গভীর রাতে ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাপ্ত খবরে প্রকাশ
মাইজ পাড়া গ্রামের মোক্তার আহমদের ঘরে গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মটর সাইকেল ভাংচুর করে লক্ষাধিক টাকা লুট করে। এতে বাঁধা দিতে গিয়ে মা ও পুত্র দায়ের কোপে গুরুতর আহত হয়। আহতরা হল মৃত মোক্তার আহমদের স্ত্রী দিলদার বেগম (৫৫) ও তার ছেলে কামাল উদ্দিন কানন (২৬)। ঘটনার পরপরেই আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করান। এতে কাননের অবস্থা আশংকা জনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজে হস্তান্তর করে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। আহত কানন এনজিও সংস্থা দিগন্ত চকরিয়া ব্রাঞ্চের ম্যানেজার বলে জানা গেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ৫ জন কে আসামী করে মামলার প্রক্রিয়া চলছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...