মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

বাইশারীতে আগুনে বসত বাড়ী ভষ্মিভুত শিশু নিহত

ইদগাঁও প্রতিনিধি॥
পার্বত্য এলাকা বাইশারীর রাঙ্গাঝিরি গ্রামের মৃত ফজল করিমের পুত্র সোনা মিয়ার বসত ঘর ও তার ৭ মাস বয়সের কন্যা সন্তান আগুনে পুড়ে নিহত হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গত ৭ এপ্রিল বিকাল ৫টায়
রান্না ঘরের চুলা থেকে ঘরে আগুন লাগলে আগুনের শিখায় তার পুরো ছন ও বেড়ার ঘরটি আগুনে জ্বলে ছাই হয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনা স্থলে গিয়ে অগ্নিদগ্ধ তার কন্যা সন্তানটি মৃত অবস্থায় উদ্ধার করে। সোনা মিয়া জানান, অভাবের তড়নায় স্ত্রী রশিদা বেগম সহ তিনি প্রতিদিনের মত দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। তার ৭ বসরের মেয়ে বাড়ীর রান্না বান্না ও ছোট্ট শিশুটিকে দেখা শুনা করত। হয়তো মেয়েটির অসাবধানতা বসত চুলো থেকে ঘরে আগুন লেগে যায়। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দাপনের নির্দ্দেশ দিলে নিহত কন্যা সন্তানটিকে ৮ এপ্রিল দাফন করা হয়। বাড়ীর মালিক তার প্রায় অর্ধলক্ষাধকি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...