শনিবার, ৩১ মার্চ, ২০১২

রামুতে স্বর্গপুরী উৎসব উদযাপনে সভা অনুষ্ঠিত

॥ প্রজ্ঞানন্দ ভিক্ষু ॥
গত ৩০ মার্চ বহুল প্রচারিত স্বর্গপুরী উৎসব পালনে এক সভা উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারে অনুষ্ঠিত হয়। বিহারাধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রামু প্রেসকাব সহ সভাপতি নীতিশ বড়ুয়া, বাবুল বড়ুয়া, রনজিত বড়ুয়া, লিটন বড়ুয়া, সুজন বড়য়া প্রমূখ। সভায় উপস্থিত গ্রামবাসীবৃন্দ তাদের সহমত এবং সার্বিক সহযোগিতা দানের আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, প্রায় দুই যুগের চেয়েও বেশি সময় পূর্বে প্রজ্ঞামিত্র বন বিহারের সাবেক অধ্যক্ষ প্রয়াত ভদন্ত প্রজ্ঞামিত্র মহাথের রামুতে সর্বপ্রথম স্বর্গপুরী উৎসবের প্রচলন করেন। তাঁর মহাপ্রয়াণের পরে সুযোগ্য শিষ্য ভদন্ত সারমিত্র মহাথের উক্ত উৎসবের হাল ধরে রাখেন। সভায় আগামী ২০ এপ্রিল মহাসমারোহে ২৬তম স্বর্গপুরী উৎসব পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় ভদন্ত সারমিত্র মহাথের জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকে সার্বিক সহযোগিতা এবং অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মৈত্রীময় আহ্বান জানান।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...