শনিবার, ৩১ মার্চ, ২০১২

রামু রামকুটের রামনবমী মেলায় প্রকাশ্যে জুয়ার আসর ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

॥ রামু নিউজ রিপোর্ট ॥
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ঐতিহ্যবাহী রামকুটে অনুষ্ঠিত রাম নবমী মেলায় প্রকাশ্যে চলছে জুয়ার আসর। মেলাকে ঘিরে জেলার শীর্ষ
জুয়াড়ীরা এখন মেলাস্থলে অবস্থান করছে। ধর্মীয় অনুষ্ঠানে প্রকাশ্যে জুয়ার আসর চলায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এসব অনৈতিক কর্ম বন্দে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।     
জানা গেছে, শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব মহা-রামনবমী তিথি উপলে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস সমৃদ্ধ রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের রামকুটে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী বাসন্তীদেবীর পূজা, মহতী ধর্মসভা, শিবদর্শন ও চব্বিশ প্রহরব্যাপী মহোৎসব শুরু হয়েছে গত বৃহস্পতিবার (২৯ মার্চ) থেকে। এ আয়োজনকে সফল করতে মেলা উদযাপন পরিষদ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভাও করেছেন।
কিন্তু ধর্মীয় অনুষ্ঠানের শুরুতেই জুয়ার আসর প্রকাশ্য হওয়ায় রামুর কয়েকজন গণমাধ্যম কর্মী পরদিন (৩০ মার্চ ) সংবাদ সংগ্রহে গিয়ে প্রকাশ্যে জুয়ার আসর প্রত্যক্ষ করেন। এ সময় তারা জুয়ার আসরের ছবি ধারণ করলে জুয়াড়ীরা ক্যামরা থেকে ছবি মুছতে বাধ্য করেন বলে অভিযোগ পাওয়া গেছে। মেলায় জুয়ার আসরের সংবাদ ও ছবি প্রকাশ না করার জন্য সাংবাদিকদের ম্যানেজ করেছেন বলে ওই সাংবাদিকদের জুয়াড়ীরা হুংকার দিয়ে বলেন।
মেলা উদযাপন পরিষদের কয়েকজন কর্মকর্তা জুয়ার আসর বসার কথা স্বীকার করে বলেন, এনিয়ে তাদের করার কিছুই নেই। শীর্ষ পদ ধারিরাই ধর্মীয় অনুষ্ঠানে জুয়ার আসর বসিয়ে মেলার ভাবমুর্তি ও রামকুট তীর্থধামের ইতিহাস-ঐতিহ্য বিনষ্ট করছে বলে তারা অভিযোগ করেন।
এব্যাপারে উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ সিকদারের মোবাইল ফোনে (০১৮১৯-৫৩৫৮২৮) রাত ১২ টার দিকে পরপর চার বার কল করেও রিসিভ না করায় তাঁর বক্তব্য প্রকাশ করা সম্ভব হয়নি। 
সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক প্রাচীনতম তীর্থস্থান রামকুট তীর্থধামে অনুষ্ঠিত রাম নবমী মেলায় চলা প্রকাশ্যে জুয়ার আসর বন্দে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন রামু সচেতন সনাতন ধর্মাবলম্বীরা।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...