শুক্রবার, ৩০ মার্চ, ২০১২

রামুতে শাউন স্মৃতি সেভেন এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন

॥ নিজস্ব প্রতিনিধি,রামু ॥
রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি’০৯ এর অকাল প্রয়াত মেধাবী ছাত্র শাউনের স্মৃতিকে স্মরনীয় করে রাখার প্রয়াসে এস.এস.সি’০৯ ব্যাচের উদ্যেগে গতকাল ৩০মার্চ সকাল ১১টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শাউন স্মৃতি সেভেন এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট’১২ এর শুভ উদ্ধোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বাবু মনোহরী বড়ুয়া ও আমজাদ আলী। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন, ওমর ফারুক মাসুম, কমল বড়ুয়া, ম্যানশন, জুয়েল, প্রাপন ও তম্ময়। সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ৮ ওভারের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে ঈদগাঁও কাউয়ারখোপকে ৪৫ রানে হারিয়ে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রশিদ (ঈদগাঁও)। ২য় ম্যাচে মৈত্রী’০২ শান্তি টিসারস সেভেন কে ২ উইকেটে হারিয়ে জয়লাভ করে। ২ ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় তারেক  (মৈত্রী’০২)। ৩য় ম্যাচে এসমাইল পি এল এস ৫ উইকেটে সেভেন স্টার কে হারিয়ে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ শিপন ( এসমাইল পিএলস)। ৪র্থ ম্যাচে রাজারকুল এইচপি ২৫ কে ৪ উইকেটে হারিয়ে জয়লাভ করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ এহাছান (রাজারকুল পালপাড়া)। উল্লেখ্য রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি’০৯ এর মেধাবী ছাত্র শাউন ১০ এপ্রিল’০৯ সড়ক দূর্ঘটনায় মার্মান্তিক ভাবে নিহত হন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...