॥ হাফেজ আবুল মঞ্জুর,রামু ॥
চট্টগ্রাম জামিয়া আহলিয়া হাটজারীর মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, সংখ্যাগরিষ্ট মু’মিন-মুসলমান অধ্যুষিত রাষ্ট্র বাংলাদেশ। এই দেশের সংবিধান থেকে ‘আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বাদ দিয়ে, কুরআন-সুন্নাহ বিরোধী নারীনীতিমালা
এবং ইসলাম বিরোধী শিক্ষানীতি প্রণয়ন করে বৃহত্তর জনগোষ্ঠির ঈমানের মৌলিক বিষয়ের উপর কুঠারাঘাত করা হয়েছে। অপর দিকে ইসলাম বিদ্বেষী অপশক্তি প্রতিনিয়ত রাসুল (সাঃ), ওলামায়ে কেরাম, ইসলামী ঐতিহ্য-সভ্যতা ও নির্দশন সম্পর্কে কটুক্তি করে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব, টুপি পরিধান ও দাঁড়ি রাখার উপর নিষেধাজ্ঞারোপ করে মুসলমানদের ধর্মীয় আবেগ অনুভুতিতে আঘাত হেনে চলেছে। নবী রাসুলগনের উত্তরসুরী হিসেবে এসব ইসলামী বিরোধী সিদ্ধান্ত ও তৎপরতার প্রতিবাদ করা হক্কানী আলেম সমাজের দায়িত্ব। আমরা শান্তিপূর্ণ ও বুদ্ধিবৃত্তিক পন্থায় এই দায়িত্ব পালন করে আসছি। তিনি শীর্ষ স্থানীয় বিজ্ঞ ওলামায়েকেরামের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন উক্ত পরিষদের পরামর্শের আলোকে দেশ পরিচালনায় সুষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সরকারকে পরামর্শ দেন। চট্টগ্রাম জামিয়া আহলিয়া হাটজারীর মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, সংখ্যাগরিষ্ট মু’মিন-মুসলমান অধ্যুষিত রাষ্ট্র বাংলাদেশ। এই দেশের সংবিধান থেকে ‘আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বাদ দিয়ে, কুরআন-সুন্নাহ বিরোধী নারীনীতিমালা
তিন গত ৩০ মার্চ, জুমাবার হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে পাবলিক হল ময়দানে অনুষ্ঠিত ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, সিলেট। বিশেষ বক্তা হিসেবে তাকরীর পেশ করেন, চট্টগ্রাম এম.ই.এস. কলেজের অধ্যাপক ও মাসিক আত্-তাওহীদ সম্পাদক ড. আ.ফ.ম. খালিদ হোসেন, চট্টগ্রাম মাদরাসা দারুল হেদায়ার পরিচালক মাওলানা হাফেজ আজিজুল হক আল মাদানী, জামিয়া ওবাইদিয়া নানুপুরের মুহাদ্দিস আল্লামা হাফেজ আব্দুল গফুর। সম্মেলনে বিভিন্ন দাবী সম্বলিত প্রতিবেদন পাঠ করেন হেফাজতে ইসলামের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল হক। বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, হেফাজতে ইসলামের কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আবুল হাছান, লোহাগাড়া ওসমানাবাদ জামেয়া কুরানিয়ার পরিচালক মাওলানা আবুল ওয়াফা শামসী, খতিবে আযম (রহ) এর ছাহেবজাদা মাওলানা হাফেজ সুহাইব নোমানী, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা শেখ সুলাইমান, রাজারকুল আজিজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আমান উল্লাহ (সিকদার), মাওলানা আবু বকর ছিদ্দিক। বিশিষ্ট ওলামায়েকেরামের মধ্যে উপস্থিত ছিলেন, চাকমারকুল মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ জাকের, মাওলানা কারী জহিরুল হক, মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, মাওলানা শামসুল হক, মাওলানা ইয়াছিন হাবিব, মাওলানা মুহাম্মদ হারুন, মাওলানা আব্দুচ্ছালাম কুদছী, মাওলানা কাজী এরশাদুল্লাহ। পুরো সম্মেলন সঞ্চালনায় ছিলেন হেফাজতে ইসলামের কক্সবাজার জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহ্ম্মাদ আবুল মঞ্জুর ও দপ্তর সম্পাদক মাওলানা সোহাইল।
প্রধান বক্তা আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী বলেন-র্শিক বিদআত ও বিজাতীয় অপসংস্কৃতিতে পুরো দেশ সয়লাব হয়ে গেছে। এমতাবস্থায় সুন্নাতে রাসুল (সাঃ) এর অনুসরণের মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে।
বিশেষ বক্তা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, সব ভেদাবেদ ভুলে গিয়ে মুসলমানদেরকে গলিত শীসার প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে না হয় আমাদের অস্তিস্থ বিপন্ন হওয়ার আশংকা রয়েছে।
সম্মেলনে কুরআন সুন্নাহার বিরোধী নারীনীতি ও ধর্মহীন শিক্ষানীতি বাতিল, ইসলাম সম্পর্কে কটুক্তিাকারীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির বিধান প্রণয়ন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, মানুষের জানমালের নিরাপত্তা এবং দ্রব্য মুল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
বিপূল সংখ্যক তৌহিদী জনতার অংশ গ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলন দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।