: মহসীন শেখ :
কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী গোটেল সী-র্গালের উত্তর পার্শ্বে গড়ে উঠছে কক্স প্যালেস নামের আরও একটি পাঁচ তারকা নামের হোটেল। কয়েক বছর ধরে ওই হোটেলটির
নির্মাণ কাজ চলে আসছে। কিন্তু বিশাল হোটেলটির কোন প্রকার বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা নেই। তাই তারা ব্যক্তি মালিকানাধীন হোটেলের সামনের পর্যটক ও জনসাধারণের চলাচলের একমাত্র সড়কটিই বেছে নিয়েছে বর্জ্য চলাচলের জন্য। প্রতিনিয়ত একমাত্র সড়কটি দিনে ওই হোটেলের ব্যবহৃত বর্জ্য ও পঁচা পানি চলাচল করায় যেমনি দূর্গন্ধ চড়াচ্ছে, তেমনি পর্যটক ও সাধারণ পথচারীদের চলাচলে ব্যঘাত সৃষ্টি হওয়ার পাশাপাশি কানা-খন্দে পরিণত হয়ে নষ্ট হচ্ছে সড়কটি। সচেতন মহলের প্রশ্ন, ওই অনিয়ম বন্ধে কারো কোন রকম মাথা ব্যথা আছেকি ?কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী গোটেল সী-র্গালের উত্তর পার্শ্বে গড়ে উঠছে কক্স প্যালেস নামের আরও একটি পাঁচ তারকা নামের হোটেল। কয়েক বছর ধরে ওই হোটেলটির
ছবি ও পতিবেদন : মহসীন শেখ