॥ নিজস্ব প্রতিবেদক ॥
টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পশ্চিম দিকের শিয়াইল্লা ঘোনা নামক গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে অভিযানটি চালানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, শরণার্থী ক্যাম্প ইনচার্জ মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে বিজিবি ও আনসার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে ২ রাউন্ড তাজা কার্তুজসহ একটি দেশীয় তৈরী একনলা বন্দুকসহ স্থানীয় কাদের হোছনের ছেলে সাদ্দাম হোছনকে (২৯) আটক করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় আটককৃতকে অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়।