শুক্রবার, ৩০ মার্চ, ২০১২

কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থীরা মঞ্চস্থ করলো মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘দাম দিয়ে কিনেছি বাংলা’

॥ রামু নিউজ ডেস্ক ॥ 
কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় কক্সবাজার সিটি কলেজ প্রযোজনায় ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চস্থ হয়েছে। গত ২৮ মার্চ বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কক্সবাজার সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে কক্সবাজার সিটি কলেজের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় এ নাটক দর্শকদের মুগ্ধ করে।

নাটক মঞ্চায়নের প্রাক্কালে অধ্যাপক আকতার চৌধুরী ও অধ্যাপক শারমিন ছিদ্দিকা লিমা সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ জয়নুল বারী বলেন, তরুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং প্রেক্ষাপট তুলে ধরতে হবে। এলক্ষ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক এ ধরনে নাটক বেশী করে প্রদর্শন করা প্রয়োজন। তিনি আরো বলেন সঠিক প্রেক্ষাপট আর ইতিহাস জানলে তরুন প্রজন্ম স্বাধীনতার মূল্যবোধ ও চেতনাকে ধারণ করে দেশ ও জাতি গঠনের গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং বলেন, নাটক জীবনের শিল্পীত রূপ আর ইতিহাস কেবল স্তব্ধ অতীত নয়। ইতিহাস যখন নাটক হয়ে সাধারনের কাছে ধরা দেয় তখন যেন সাধারনের পঞ্চ ইন্দ্রিয়ও কথা বলতে শুরু করে। জাগ্রত হয়ে উঠে কর্তব্যবোধ। নাট্যকার ও নির্দেশক স্বপন ভট্টচার্য তাঁর সুচনা বক্তব্যের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বাঙ্গালী জাতীয় জীবনের অহংকার। বাঙ্গালী জাতির এ অহঙ্কারের ইতিহাসকে বর্তমান তরুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে নাটকের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ কর্মসূচীর আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক কলেজ পর্যায়ের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক প্রযোজনা আয়োজন করা হয়। এ কর্মসূচীর অংশহিসেবে দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি কলেজকে নির্বাচন করা হয়। কক্সবাজার জেলায় এ কর্মসূচী বাস্তবায়নের জন্য নির্বাচন করা হয় কক্সবাজার পৌরএলাকায় সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সিটি কলেজকে। কক্সবাজার শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় দর্শকদের বহুল প্রশংসিত দাম দিয়ে কিনেছি বাংলা নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে, কক্সবাজার সিটি কলেজের ছাত্রী আনোয়ারা বেগম, তাসমিন জাহান সাগরিকা, কুলসুম আক্তার, পপি রানী সাহা, ছাত্র তাওহিদুল হাসান সবুজ, রিপন পাল, ফরহাদ মোহাম্মদ টিটু, সায়েদ হোসাইন, মোহাম্মদ সোহাইর, বিবেক পাল, জেকে আরমান, সোহানুর রহমান সূর্য্য, সাইফুল ইসলাম মানিক, সাদেক উদ্দিন জামশেদ ও দ্বীন মোঃ সজীব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক আকতার চৌধুরী, অধ্যাপক মাহফুজা খাতুন ও অধ্যাপিকা শারমিন ছিদ্দিকা লিমা। 

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...