শুক্রবার, ৩০ মার্চ, ২০১২

টেকনাফে ১৮ কেজি গাঁজাসহ ২ মহিলা আটক

॥ নিজস্ব প্রতিবেদক ॥
টেকনাফে ১৮ কেজি গাঁজাসহ ২ মহিলাকে আটক করেছে বিজিবি।  বৃহস্পতিবার সকাল ৮টায় এঅভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, হোয়াইক্যং বিওপি চেকপোস্ট‘র বিজিবি জওয়ানরা টেকনাফগামী
যাত্রীবাহী বাসে(কক্সবাজার জ-১১-০১৬২) অভিযান চালিয়ে সদর উপজেলার লারপাড়া এলাকার মৃত অছিউর রহমানের স্ত্রী রাজুমা (৩৫) ও একই উপজেলার ৬নং জেটিঘাট এলাকার মৃত আবুল হোছনের স্ত্রী রশিদা বেগমকে (৩২) আটক করে। বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আটককৃতদের থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয় বলে পুলিশ জানায়।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...