॥ নিজস্ব প্রতিবেদক,রামু ॥
রামুতে মদ পাচার কালে দুই হাজার লিটার চোলাই মদসহ মাইক্রোবাস আটক করেছে পুলিশ। উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকা থেকে মদসহ গাড়িটি আটক করে পুলিশ। এ ব্যাপারে রামু থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ডোলপাড়া এলাকার শামশুল আলম প্রকাশ গরম শামশুর বাড়ি থেকে বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে মাইক্রো বাসে (চট্টগ্রাম ঝ- ২২১৩) মদ বোঝাই করছিল মদ ব্যবসায়ী উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকার রুমেল (২৯) ও তাঁর বড় ভাই ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল এলাকার সাইফুল ইসলাম বাবু (৩২)। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে, এলাকাবাসী পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ আশাপাশের লোকজনকে খবর দেয়।
খবর পেয়ে, বৃহস্পতিবার ভোর রাতে রামু থানা এসআই মোকাদ্দেস ও এসআই মিজান পুলিশ ফোর্স নিয়ে কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকার ছব্বির আহম্মদের বাড়ির সামনে মদসহ গাড়িটি আটক করে। এসময় মদব্যবসায়ী রুমেল ও গাড়ি চালক জমির উদ্দিন পালিয়ে যান বলে জানায় পুলিশ।
রামু থানার এসআই মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইসচার্জ একে নজিবুল ইসলামের নির্দেশে কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকার ছব্বির আহম্মদের বাড়ির সামনে মদসহ গাড়িটি আটক করা হয়। এ ব্যপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর পেয়ে, বৃহস্পতিবার ভোর রাতে রামু থানা এসআই মোকাদ্দেস ও এসআই মিজান পুলিশ ফোর্স নিয়ে কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকার ছব্বির আহম্মদের বাড়ির সামনে মদসহ গাড়িটি আটক করে। এসময় মদব্যবসায়ী রুমেল ও গাড়ি চালক জমির উদ্দিন পালিয়ে যান বলে জানায় পুলিশ।
রামু থানার এসআই মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইসচার্জ একে নজিবুল ইসলামের নির্দেশে কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকার ছব্বির আহম্মদের বাড়ির সামনে মদসহ গাড়িটি আটক করা হয়। এ ব্যপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।