শুক্রবার, ৩০ মার্চ, ২০১২

পাবলিক হল ময়দানে ইসলামী মহাসম্মেলন আজ: আল্লামা আহমদ শফী প্রধান অতিথি

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥ 
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আজ (৩০মার্চ, জুমাবার) কক্সবাজার ঐতিহাসিক পাবলিক হল ময়দানে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন, হ্নীলা জামেয়া দারুচ্ছুন্নাহর শায়খুল হাদিস
আল্লামা শাহ মুহাম্মদ ইসহাক (ছদর সাহেব হুজুর)। প্রধান মেহমান হিসেবে তাশরীফ আনবেন, জামিয়া আহলিয়া হাটহাজারীর মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, পীরে কামেল আল্লামা শাহ আহমদ শফী। প্রধান বক্তা থাকবেন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, সিলেট। বিশেষ বক্তা থাকবেন, জামিয়া ইসলামিয়া বাবুনগরের পরিচালক আল্লামা শাহ মুহিবুল্লাহ, জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস আল্লামা মোহাম্মদ আইয়ুব, চট্টগ্রাম এম.ই.এস কলেজের অধ্যাপক ড. আ.ফ.ম খালিদ হোসেন।
উক্ত ইসলামী মহাসম্মেলনে সতঃস্ফুর্তভাবে শরীক হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, হেফাজত ইসলামের কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আবুল হাসান ও সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল হক।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...