শুক্রবার, ৩০ মার্চ, ২০১২

দেড় মাস বিদ্যুৎহীন কুতুবদিয়া

॥ লিটন কুতুবী, কুতুবদিয়া ॥
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবির) আওতায় পরিচালিত কুতুবদিয়া বিদ্যুৎ উন্নয়ন সরবরাহ কেন্দ্র থেকে জেনারেটর মেশিন দ্বারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় কুতুবদিয়া দ্বীপের ৭০০ গ্রাহক গত দেড় মাস ধরে বিদ্যুৎ ব্যবহার থেকে বঞ্চিত রয়েছে। বিদ্যুৎ সুবিধায় বঞ্চিত গ্রাহকরা দীর্ঘ দেড় মাস ধরে বিদ্যুৎ না পেয়ে চরম দূভোর্গে ভোগছেন। পিডিবি কর্তৃপক্ষ জেনারেটর মেশিন দিয়ে কুতুবদিয়া উপজেলা সদরের বড়ঘোপ বাজার, উপজেলা গেইট, হাসপাতাল গেইট, মগডেইল, লামার বাজার, বিদ্যুৎ মাকের্ট, ষ্টীমার ঘাট, খাদ্যগুদাম এলাকাসহ প্রায় ৭০০ বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এসব গ্রাহকরা দীর্ঘ দেড় মাস ধরে বিদ্যুৎ না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
চলতি চৈত্র মাসে আবহাওয়ার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে খরা রোদে অতিষ্ট হয়ে উঠেছে মানুষ। জাতীয় গ্রীট লাইনের বিদ্যুতের ন্যায় জেনারেটর মেশিন দ্বারা সরবরাহকৃত বিদ্যুতও লোড়শেড়িং নয়, একেবারেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে।
গত ১৪ ফেব্রুয়ারী থেকে এ রির্পোট লিখা (২৯ মার্চ) পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিদ্যুৎ উৎপাদন সরবরাহ কেন্দ্রের কর্তৃপক্ষ কোন ঘোষনা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় ব্যবসায়ী মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বড়ঘোপ বাজারের কাপড় ব্যবসায়ী শওকতুল ইসলাম জানান, কুতুবদিয়ায় পিডিবির কর্তৃপক্ষ জেনারেটর মেশিন দিয়ে সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে আসছে। গত দেড় মাস ধরে পিডিবির কর্তৃপক্ষ কোন ঘোষনা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে। তবে গত ১৫ মার্চ পিডিবি কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ না করে ফেব্রুয়ারী মাসে ৪৫০ টাকা বিদ্যুৎ বিল (টাকার রশিদ) দিয়েছেন। একই অভিযোগ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। কুতুবদিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও উপজেলা খাদ্য (পরিদর্শক) কর্মকর্তা বলেন, কুতুবদিয়া দ্বীপে কেবলই সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তখনই অফিস বন্ধ থাকে। বিদ্যুৎও ব্যবহার হয় না। এরপরও গত দেড় মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে পিডিবি কর্তৃপক্ষের আবাসিক প্রকৌশলী ফেব্রুয়ারী মাসের বিল গ্রাহকদের নিকট দিয়েছে যথারীতি পূর্বের নিয়মই। বিদ্যুৎ মার্কেট এলাকার ডাঃ শ্যামল কান্তি দাশ জানান, বিদ্যুৎ মার্কেট এলাকাটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এলাকায় হওয়ায় বিদ্যুৎ অফিসের নাম করনে বিদ্যুৎ মার্কেট নাম রাখা হয়েছে। তারপরও বিদ্যুৎ মার্কেট এলাকায় বিদ্যুৎ সরবরাহ করছে না পিডিবি কর্তৃপক্ষ। ষ্টীমার ঘাট এলাকার বিদ্যুৎ গ্রাহক আমির হোছাইন জানান, কুতুবদিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কর্তৃপক্ষ জেনারেটর মেশিনের যান্ত্রিক ক্রুটি দেখিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে। এ ফাঁকে কর্তৃপক্ষ কুতুবদিয়ার জন্য বরাদ্দকৃত ডিজেল ব্যবহার দেখিয়ে কালো বাজারে বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছেন।
কুতুবদিয়া বিদ্যুৎ উৎপাদন সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী অশোক কুমার দাশ জানান, কামিন্স ৫০০ কেবি ক্ষমতা সম্পন্ন জেনারেটর মেশিনটি যান্ত্রিক ক্রুটির কারণে গত ১৪ মার্চ থেকে বন্ধ রয়েছে। তাই বড়ঘোপ বাজার, বিদ্যুৎ মার্কেট, ষ্টীমার ঘাট, মগডেইল, উপজেলা গেইট, হাসপাতাল গেইট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলা পরিষদ অফিসপাড়া, হাসপাতাল এলাকায় ড্যানিস ২০০ কেবি ক্ষমতা সম্পন্ন জেনারেটর মেশিন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হলে গত ২৭ মার্চ থেকে যান্ত্রিক ক্রুটির কারণে বর্তমানে ঐ জেনারেটর মেশিনটি বন্ধ রাখা হয়েছে। ফেব্রুযারী মাসে বিদ্যুৎ সরবরাহ না করে গ্রাহকদের নিকট বিদ্যুৎ বিল দেওয়ার ব্যাপারে জানতে চাইলে আবাসিক প্রকৌশলী জানান, বিদ্যুৎ ব্যবহার করলে বিল দেওয়া লাগবে। জেনারেটর মেশিন বন্ধ রেখে ডিজেল চুরির বিষয়টি এড়িয়ে যান তিনি।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...