॥ প্রেস বিজ্ঞপ্তি ॥
কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতের চর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৩০ মার্চ বিকাল ৩ টায় এ উপলক্ষে বিদ্যালয় মাঠে এক আলোচনা ও পুরুস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে
সহকারী শিক্ষক জসিম উদ্দিন এর পরিচালনায় সভায় পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুহিব্বুল্লাহ চৌধুরী জিল্লু, সাংবাদিক মাইনুদ্দিন খালেদ, সরওয়ার কামাল, প্রধান শিক্ষিকা সাবেকুন্নাহার, আবছার কামাল প্রমূখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার বিতরণ করা হয় এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমির মোহাম্মদ চৌধুরী বাচ্চুর স্বরণে বিশেষ মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।