॥ এম ছালামত উল্লাহ ,মহেশখালী ॥
মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কালারমারছড়ার শহীদ মুক্তিযুদ্ধা মোহাম্মদ শরিফের পুত্র ওসমান গণি (৫৫) স্থানীয় সন্ত্রাসীদের হাতে খুন হওয়ার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করেছে। এদিকে ময়না তদন্ত শেষে ৩০মার্চ
বিকাল ৫ টায় কালারমারছড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজায় শোকাহত মানুষের ঢলে পরিনত হয়েছিল। জানাজা পূর্বে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার এটিএম কাউছার হোসেন, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট কলামিষ্ট সাহাদত উল্লাহ খান, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগ নেতা নিহতের বড় ভাই হোছাইন ্ইব্রাহিম, চকরিয়ার সাবেক পৌর মেয়র জাফর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম,আজিজুর রহমান, এড. আবু তালেব,যুগ্ন সাধারন ফরিদুল আলম , নিহতের পুত্র ্এড. নোমান ও তারেক । এদিকে নিহত পুত্র,র দাবী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ও পরাজিত এক প্রার্থীর সাথে তার পিতার দ্বন্দের সৃস্টি হয়। একই সঙ্গে আগামী চিংড়ি খামারের মৌসুমে সন্ত্রাসীরা তাদের আধিপত্য নিরস্কুল করতে কালারমারছড়ার বেশ কয়েকটি সন্ত্রাসী গ্র“প সম্মলিত হয়ে পরিকল্পিত ভাবে এই ধরনের হত্যাকান্ড চালিয়েছেন।
অপর দিকে সাবেক চেয়ারম্যান ওসমান গনি সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনার জের ধরে রাতের আধারে বহু বাড়িতে অগ্নি সংযোগ করে। এসময় প্রায় ৪০টির বেশি বাড়ি সম্পুন্ন ভাবে পুড়ে যায়, বাড়ীর মালিকরা হচ্ছে , জমির উদ্দীন,শামসুল আলম, জয়নাল আবেদীন, ইসলাম মাতব্বর, ছিদ্দিক মাতব্বর,নুরুল আমিন লেদু, আবুল কাসেম, ফয়জুল হক, আলী আহমদ বাবুল, বাহাদুর, ওসমান গনিসহ অর্ধশতধিক বাড়ী। বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক বলেন, তারা এ হত্যা কান্ডের সাথে কোন ভাবে জড়িত নন তবে পূর্ব শত্র“তার জের ধরে তাদের বাড়ীতে অগ্নি সংযোগ করা হয়েছে।
এদিকে ৩০ মার্চ সকালে মহেশখালী থানার ওসি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কালারমারছড়ার ইউনুচখালী ও ঝাপুয়া এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোহাম্মদ জাফর,আবদুল মান্নান ও নাজিম উদ্দীন।
মহেশখালী থানার অফিসার ইনর্চাজ রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, একদল সন্ত্রাসী সাবেক চেয়ারম্যান ওসমানকে কুপিয়ে এবং গুলি করে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে চলে যায় এবং কেন তাকে হত্যা করেছে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সকালে কক্সবাজারের জেলা পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ,উপজেলা নির্বাহী অফিসার এটিএম কাউছার হোসেন, ঘটনাস্থল পরির্দশন করেছেন এবং অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলের নেতৃত্বে শতাধিক পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।