॥ টেকনাফ প্রতিনিধি ॥
টেকনাফে ৯৯৫ পিচ ইয়াবাসহ ১ ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার বিজিবি জওয়ানরা অভিযানটি চালায়। বিজিবি সূত্র জানায়, হোয়াইক্যং বিওপি চেকপোস্ট কোম্পানীরবিজিবি জওয়ানরা একটি যাত্রীবাহী রিক্সায় তল্লাসী চালিয়ে ৯৯৫ পিচ ইয়াবাসহ হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার মৃত নূর কবিরের পুত্র জকির আহমদকে (২৭) আটক করে।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ান সূত্র অভিযানের সত্যতা নিশ্চিত করেন।