শুক্রবার, ৩০ মার্চ, ২০১২

টেকনাফে ৯৯৫ পিচ ইয়াবাসহ আটক-১

॥ টেকনাফ প্রতিনিধি ॥ 
টেকনাফে ৯৯৫ পিচ ইয়াবাসহ ১ ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার বিজিবি জওয়ানরা অভিযানটি চালায়। বিজিবি সূত্র জানায়, হোয়াইক্যং বিওপি চেকপোস্ট কোম্পানীর
বিজিবি জওয়ানরা একটি যাত্রীবাহী রিক্সায় তল্লাসী চালিয়ে ৯৯৫ পিচ ইয়াবাসহ হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার মৃত নূর কবিরের পুত্র জকির আহমদকে (২৭) আটক করে।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ান সূত্র অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...