শুক্রবার, ৩০ মার্চ, ২০১২

রামুতে ভ্রাম্যমান আদালতে মদ ব্যবসায়ীর সাজা ও মদ পানকারীকে জরিমানা

॥ খালেদ শহীদ, রামু ॥ 
কক্সবাজারের রামুতে মাদক বিক্রি করার দায়ে দুইজনকে সাজা এবং মাদকদ্রব্য সেবনের দায়ে দুইজনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৯ মার্চ) সন্ধ্যায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শহীদ মোহাম্মদ ছাইদুল হক তাঁর কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন।
এ সময় মাদকদ্রব্য ব্যবসায় জড়িত থাকার দায়ে মনি বালা দাশকে পাঁচ বছর এবং আবু ছৈয়দকে পাঁচ বছরের সাজা ও মাদকদ্রব্য সেবনের দায়ে শহীদুল্লাহ (৪৫) কে  পাঁচ হাজার টাকা এবং মিলন বড়ুয়া (৩৮) কে জরিমানা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রামু সার্কেল এবং রামু থানা দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রামু সার্কেলের উপ-পরিদর্শক মো.কামরুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক মুখলেছুর রহমান চৌধুরী ও রামু থানার সহকারী উপ- পরিদর্শক মশিউর রহমান সংগীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এ সময় ৫ লিটার মদসহ ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি গ্রামের মৃত মন্টু কুমার দাশের স্ত্রী মনি বালা দাশকে , গাঁজাসহ খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকার মো. ইসহাকের পুত্র আবু ছৈয়দকে, ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র শহীদুল্লাহ (৪৫) কে  এবং উত্তর ফতেখাঁরকুলের মৃত বিমল বড়ুয়ার পুত্র মিলন বড়ুয়া (৩৮)কে আটক করে। 
সন্ধ্যায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি মাদকদ্রব্য ব্যবসায় জড়িত থাকার দায়ে মনি বালা দাশকে পাঁচ বছর এবং আবু ছৈয়দকে পাঁচ বছরের সাজা ও মাদকদ্রব্য সেবনের দায়ে শহীদুল্লাহ (৪৫) কে  পাঁচ হাজার টাকা এবং মিলন বড়ুয়া (৩৮) কে জরিমানা করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...