॥ প্রেস বিজ্ঞপ্তি ॥
রামু রাজারকুল চৌকিদার পাড়াস্থ জামালুল কুরআন মাদরাসার নবম বার্ষিক সভা গত ২৯ মার্চ, বৃহস্পতিবার, সম্পন্ন হয়েছে। রাজারকুল আজিজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আমান উল্লাহ সিকদারের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন। এতে তাকরীর পেশ করেন, হ্নীলার মাওলানা হাফেজ আহমদ হোছাইন, রাজঘাটা মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মুফতি হাবিবুল ওয়াহেদ, পোকখালী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবু সাঈদ, ভারুয়াখালী মাদরাসার মাওলানা আছআদ উল্লাহ, উখিয়ার মাওলানা সুলতান আমিন। সভায় উক্ত মাদরাসার হেফজ বিভাগ থেকে হেফজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, জামালুল কুরআন মাদরাসা অন্ধকারাচ্ছন্ন জনপদ রাজারকুল চৌকিদার পাড়ায় প্রতিষ্ঠিত হয়ে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বক্তারা এ মাদরাসার উন্নয়নে ইসলাম প্রিয় বিত্তবান ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ মুনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়। রামু রাজারকুল চৌকিদার পাড়াস্থ জামালুল কুরআন মাদরাসার নবম বার্ষিক সভা গত ২৯ মার্চ, বৃহস্পতিবার, সম্পন্ন হয়েছে। রাজারকুল আজিজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আমান উল্লাহ সিকদারের